সোমনাথ মিত্র, সিঙ্গুর: সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) শোভাযাত্রায় ত্রিশূল হাতে হাঁটলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Hooghly MP Rachana Banerjee)। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মঙ্গলবার প্রথমে পাণ্ডুয়ায় তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় ঘোষের উদ্যোগে আয়োজিত পুজোর উদ্বোধনে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি তাঁর ছেলে যাতে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ভাবে পাশ করেন তার জন্য মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করেন। পাণ্ডুয়ার পর সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজো দেখতে যান তিনি।
সেখানে গিয়ে সিঙ্গুরের রতনপুর উদয় সংঘ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ৫০ তম বর্ষ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন। এই শোভাযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য বেচারাম মান্না ও তাঁর স্ত্রী করবী মান্নার সঙ্গে পা মেলাতে দেখা যায় তাঁকে। সবুজ পতাকা নাড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ। তারপর শোভাযাত্রায় ত্রিশূল হাতে হাঁটতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে।
এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবাই অনেক কিছু নিয়ে হাঁটছেন, আমাকে বলল ত্রিশূল ধরতে আমি ত্রিশূল ধরে হাঁটলাম। তাছাড়া জগদ্ধাত্র পুজোয় আগে কোনও দিন আসা হয়নি। এবারে এসে খুব ভালো লাগছে। সবকিছুর মাঝে সিঙ্গুর একা আলাদা অনুভূতির জায়গা। সারা পশ্চিমবঙ্গের মানুষ সিঙ্গুরকে ভালোবাসে। তাই সিঙ্গুরে এসে সবার সঙ্গে একসঙ্গে থাকতে খুব ভালো লাগল।"
রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ এলাকা বলাগড়ে ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যেই এর জেরে মৃত্যু হয়েছে দৃজনের। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "যাঁরা মারা গেছেন তাঁদের জন্য অবশ্যই আমরা দুঃখিত। তবে স্বাস্থ্য দফতরের লোক নেমেছে। আশা করি এই রোগ থেকে মুক্তি পাবে মানুষ। আর সুস্থ হয়ে সবাই বাড়ি ফিরে আসবে।"
প্রসঙ্গত উল্লেখ্য, হুগলি জেলার বলাগড় বিধানসভা এলাকায় ডায়ারিয়ার প্রকোপ বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। যে এলাকাগুলিতে ডায়ারিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে সেখানকার মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।