ভুবনেশ্বর : ISKCON-এর অকাল রথযাত্রা পালনের উদ্যোগ নিয়ে যারপরনাই ক্ষুব্ধ পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। বিশ্বের যে কোনো প্রান্তেই তারা যাতে অসময়ে রথযাত্রা উৎসব পালন না করে তার জন্য পরিষ্কার বার্তা পাঠিয়েছেন তিনি। ISKCON-এর উদ্দেশে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন, ঐতিহ্য ও নিয়ম-নীতি মেনে এই উৎসব পালন করতে হবে International Society for Krishna Consciousness-কে। সাংবাদিক বৈঠক করে এনিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পুরীর শ্রী জগন্নাথ মন্দির ম্যানেজিং কমিটির চেয়ারপার্সন গজপতি মহারাজ দিব্যসিংহ দেব।
নভেম্বরে রথযাত্রা উৎসব পালন করা হবে বলে সম্প্রতি আমেরিকার ISKCON-এর হাউটন ইউনিট সিদ্ধান্ত নেয়। যা পুরীর মন্দিরের প্রথাগত নিয়ম-বহির্ভূত। যা নির্ধারিত সময়ে কয়েক মাস আগে পালিত হয়েছে। ISKCON-এর সিদ্ধান্ত প্রসঙ্গে এদিন গজপতি মহারাজ দিব্যসিংহ দেব বলেন, "যথেষ্ট হয়েছে। বহু যুগ ধরে অসময়ে রথযাত্রা পালন করছে ISKCON। এ নিয়ে তাদের পরিচালন সমিতির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি তারা সেই ঐতিহ্যচ্যুত হয়, আমরা আইনি সাহায্য নিতে বাধ্য হব।"
তাঁর সংযোজন, "নভেম্বরের ৯ তারিখে হাউটনে ISKCON-এর রথযাত্রা পালনের সিদ্ধান্ত বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রভু জগন্নাথের কোটি কোটি ভক্তের ভাবাবেগকে আঘাত করেছে। রথযাত্রা উৎসব পালনের ক্ষেত্রে আন্তর্জাতিক এই সংস্থা বারবার ঐতিহ্যচ্যুত হয়েছে। ২০০৭ সালের অক্টোবর মাসে লুধিয়ানায় (ISKCON-এর দ্বারা) রথযাত্রা উৎসব পালিত হয়েছিল। একই বছরে ডিসেম্বরে পালিত হয়েছিল দিল্লিতে। ক্রমাগত প্রচেষ্টা এবং কথোপকথনের মাধ্যমে, ২০২১ সালের জুলাই মাস থেকে অকাল রথযাত্রা বন্ধ করা গেছে ভারতে। যদিও এই প্রথা জারি রয়েছে বিদেশে।"
শাস্ত্র মেনেই গোটা বিশ্বে একই দিনে ভগবান কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালন করে ISKCON। কিন্তু, প্রভু জগন্নাথের ক্ষেত্রে তারা ঐতিহ্য মানে না। এমনই দাবি করেছেন পুরীর খেতাবি রাজা।
সম্প্রতি, হাউটনের ISKCON মন্দিরের প্রেসিডেন্ট ও মায়াপুর ISKCON-এর গভর্নিং বডি কমিশনের চেয়ারম্যানকে চিঠি লেখেন দিব্যসিংহ দেব। আমেরিকায় অকালে রথযাত্রা না পালনের বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেন তিনি। তিনি বলেন, "এরপর হাউটনে ৩ নভেম্বর স্নান পূর্ণিমা পালন করা থেকে বিরত থাকে তারা। কিন্তু, ৯ নভেম্বর রথযাত্রা পালন করতে চলেছে।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে