মোহন দাস, আরামবাগ: বড়সড় সাফল্য আরামবাগ (Arambag) পুলিশের। জানা যাচ্ছে, গোপনে অভিযান চালিয়ে ১৪ সদস্যের একটি ডাকাত দলকে আটক করেছে আরামবাগ পুলিশ। চারজন মহিলা সহ ১৪ ডাকাতের কাছ থেকে প্রচুর পরিমাণে সোনা, রুপো, গয়না, আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন ও আরও অনেক উন্নত মানের ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ডাকাত দলের সদস্যদের এদিন আদালতে তোলা হলে তাদের মধ্যে দশজনকে দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
হুগলি গ্রামীণ পুলিশের সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র এদিন সাংবাদিকদের কাছে আরামবাগ মহকুমা পুলিশের এই সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তাঁদের কাছ থেকে জানা গিয়েছে, ১৪ জনের যে ডাকাতদলকে তাঁরা পাকড়াও করেছেন, তাদের কাছ থেকে বহু জিনিস উদ্ধার হয়েছে। ডাকাত দলের কাছ থেকে পাওয়া গিয়েছে নগদ এক লক্ষ টাকা পাওয়া গিয়েছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, ৩৬ রাউন্ড গুলি, ৬০০ গ্রাম সোনা, দেড় কেজির রুপোর গয়না। এছাড়াও ডাকাত দলের কাছ থেকে যে সামগ্রী উদ্ধার হয়েছে, তাতে চক্ষু চড়কগাছ পুলিশের। ডাকাতদের কাছ থেকে পাওয়া গিয়েছে উন্নত মানের ডাকাতির সরঞ্জাম। এগুলি ছাড়াও তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে ১৬টি মোবাইল ফোন।
আরও পড়ুন - Hooghly News: রাতে তারস্বরে ডিজে বাজিয়ে পিকনিক, সোশাল মিডিয়ায় জানতে পেরে পৌঁছে গেল পুলিশ
পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, এদিন চার মহিলা সহ ডাকাত দলের ১৪জনকে আদালতে তোলা হয়। তাদের মধ্যে ১০জনকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, এত বড় একটা ডাকাত দলকে ধরার সাফল্য থাকলেও ঘটনার তদন্ত করা হচ্ছে। আরও কেউ এদের সঙ্গে জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুপার এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রতি বছরই শীতের মরসুমে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এরা ডাকাতির নানা ছক করে আসে। শহর অঞ্চলের পরিবর্তে এরা মফঃস্বল এলাকাতে চুরি বা ডাতাতি করে। আটক হওয়া প্রত্যেকের বাড়িই উত্তরপ্রদেশে বলে জানা যাচ্ছে। আরও কোন কোন জায়গায় তারা ডাকাতির ছক কষেছে, সে সম্পর্কেও তদন্ত চালানো হচ্ছে।