সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভোট কিনতে মদ বিলি করা হচ্ছে। শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন হুগলির (Hooghly) বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। লকেটকে পাল্টা আক্রমণে নেমেছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পুলিশের তরফে জানানো হয়েছে, পোলবায় নাকা চেকিং-এর সময় তল্লাশিতে ধরা পরে মদ। কোনও চালান দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করার কাজ চলছিল, তখনই ওই পথ দিয়ে যাওয়ার সময় গাড়ি থামান লকেট চট্টোপাধ্যায়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন লকেট চট্টোপাধ্যায়।
ঠিক কী ঘটেছে?
গাড়ির পিছনে রাখা একাধিক ট্রলি ব্যাগ। জামা-কাপড় সরাতেই দেখা গেল ভিতরে রাখা সারি সারি মদের টেট্রাপ্যাক। শনিবার দুপুরে, হুগলির পোলবায় পুলিশের নাকা চেকিয়ে গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় শতাধিক মদের প্যাকেট। সেই সময় এখান দিয়ে যাচ্ছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গাড়ি থামিয়ে পুলিশের বাজেয়াপ্ত করা ট্রলিব্যাগগুলি থেকে মদের প্যাকেট বের করে ক্ষোভে ফেটে পড়েন হুগলির বিজেপি প্রার্থী।
এরপরই লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ভোট কিনতে মদ বিলি করা হচ্ছে। তিনি বলেন, 'এইগুলো যাচ্ছে। বিলি করা হচ্ছে। এইগুলো দিয়ে ভোট কেনা হবে। মানুষকে মদ-গাঁজা দিয়ে ভোট কেনার জন্য এরা তৈরি করেছে।' গাড়ি থেকে ট্রলি নামিয়ে রাস্তায় মদের প্যাকেটগুলি ফেলে দেন লকেট চট্টোপাধ্যায়। বিহারে বিয়েবাড়ির জন্য ওই মদ নিয়ে যাওয়া হচ্ছে শুনে অগ্নি শর্মা হন লকেট। বলেন এক থাপ্পর মারব। এখন নির্বাচনের সময় ভোটারদের প্রভাবিত করতে এই মদ কাজে লাগানো হত বলে অভিযোগ তার।
সেখান থেকেই ফোন করেন হুগলি গ্রামীণের পুলিশ সুপারকে।
এদিকে এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, 'পুলিশ পুলিশের কাজ করছে। এদের ঔদ্ধত্য কোন জায়গায় গেছে, পুলিশের বাজেয়াপ্ত করা মাল গাড়ির মধ্য়ে সেইগুলো তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দিয়ে সে রাস্তায় ফেলছে। আইনও মানবে না। এটা তো বাংলা। বাংলার পুলিশ কাজ করছে, এটা তো তার প্রমাণ। এবং যে ড্রাইভার নিয়ে যাচ্ছে, সে বলছে আমি বিজেপির কর্মী। তাকে লকেটদেবী চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। এটা কী? উনিই ওসি হতে পারতেন।'
এবিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, নাকা চেকিং-এর সময় তল্লাশিতে ধরা পরে মদ। কোনও চালান দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করার কাজ চলছিল, তখনই ওই পথ দিয়ে যাওয়ার সময় গাড়ি থামান লকেট চট্টোপাধ্যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে