সোমনাথ মিত্র, হুগলি: প্রতিবেশী এক সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) পারিবারিক বিবাদ মেটাতে গিয়েছিলেন এক তৃণমূল কর্মী (TMC)। আর সেই তৃণমূলকর্মীরই কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) তারকেশ্বর (Tarakeshwar) পৌরসভার ১৫ নং ওয়ার্ডের সাহাপুর এলাকায়। কানের নিচের অংশ জোড়া লাগাতে জখম তৃণমূলকর্মীকে ভর্তি করা হয়েছে পিজিতে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভদীপ রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রী এবং শ্যালিকাকে নিয়ে অশান্তি চলছিল। পারিবারিক বিবাদ মেটানোর জন্য ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়। আজ ফের তাঁদের পরিবারে অশান্তি শুরু হয়। অশান্তি চরমে উঠলে বিবাদ মেটাতে শুভদীপ রায়ের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর প্রদীপ সাহাসহ আরও বেশ কয়েকজন তৃণমূলকর্মী। অভিযোগ উঠেছে যে, আজ সকালে পরিবারের সদস্যদের মারধর করছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। সেই সময়ই মহাদেব দিগর নামে এক তৃণমূলকর্মী তাঁকে ছাড়াতে গেলে তাঁর কান কামড়ে ছিঁড়ে নেয় অভিযুক্ত শুভদীপ রায়। আহত তৃণমূলকর্মীকে সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কানের কাটা অংশ জোড়া লাগাতে পিজিতে রেফার করেন চিকিৎসকেরা।


আরও পড়ুন - Hooghly TMC: হুগলির ১২টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল তৃণমূল | Bangla News


স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন যে, সিভিক ভলেন্টিয়ার হওয়ার কারণে এলাকায় কার্যত দাদাগিরি করতেন শুভদীপ রায়। তাঁর দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার মানুষ। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নানা কারণে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারে অশান্তি চলছি। আজ সকালে তাঁর বাড়িতে স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় কাউন্সিলররা বিবাদ মেটাতে যান। আর সেখানেই আচমকা ওই তৃণমূলকর্মীর কান কামড়ে ছিঁড়ে নেন শুভদীপ রায় নামে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। এমন ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্দিষ্ট অবিযোগ পেলেই অভিযোগ দায়ের করা হবে। আহত তৃণমূলকর্মী মহাদেব দিগরের চিকিৎসা চলছে পিজি হাসপাতালে।