সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক (HS Exam 2023) পরীক্ষা শুরু। তার আগে স্কুলের গেটের সামনে আবর্জনার স্তূপ। উত্তরপাড়া কোতরং পুরসভার (Uttarpara Kotrang Municipality) বিরুদ্ধে নোংরা ফেলে রাখার অভিযোগ তুলেছে স্কুল কর্তৃপক্ষ। যদিও তা অস্বীকার করেছেন পুরপ্রধান।


স্কুলের গেটের সামনে আবর্জনার স্তূপ: স্কুলের গেটের সামনে ডাঁই করে রাখা আবর্জনা। বন্ধ ঢোকা-বেরোনোর পথ। আবর্জনা দিয়ে কার্যত গোটা গেটটাই ঢাকা পড়ে গিয়েছে। এই ছবি উত্তরপাড়া উচ্চ রাষ্ট্রীয় বিদ্যালয়ের। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতদিন ধরে সকুলের বাইরে পাঁচিলের ধারে ফেলে রাখা হত আবর্জনা। পরে উত্তরপাড়া-কোতরং পুরসভার কর্মীরা সেগুলো তুলে নিয়ে যেতেন।

সম্প্রতি এই হেরিটেজ বিল্ডিংয়ের সামনে আবর্জনা ফেলতে বারণ করা হয়। স্কুলের বাইরে ভ্য়াট রাখার প্রস্তাব দেয় পুরসভা। সেই নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে পুরপ্রধানের বচসা হয়। তারপরই স্কুলের গেটের সামনে আবর্জনা ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তরপাড়া উচ্চ রাষ্ট্রীয় বিদ্যালয়ের শিক্ষক সৌগত বসু বলেন, “উনি আমাদের প্রধান শিক্ষককে নিজের কর্মী বলেছেন। ভ্যাট রাখতে চাইলে রাখুন। কিন্তু প্রতিহিংসা করে পুরসভা আমাদের গেটের সামনে নোংরা ফেলে গেছে।’’ মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। তার আগে এভাবে গেটের সামনে আবর্জনা ফেলায় ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ।


আগামী সপ্তাহে শুরু উচ্চমাধ্যমিক: আগামী ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত। উচ্চমাধ্যমিকে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫৫ হাজার। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে ১ লক্ষেরও বেশি। মোবাইল বা কোনও রকম যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতে কোনও পরীক্ষার্থী ঢুকে পড়তে না পারে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।                                    


কোন কোন নিয়ম মানতেই হবে? 


সংসদ সূত্রে খবর, এবার পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪৯টি কেন্দ্রে। যার মধ্যে বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। ঢোকার সময় ২ দফায় চেকিং করা করা হবে পরীক্ষার্থীদের। সংসদ সূত্রে খবর, পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোনও পরীক্ষার্থী শৌচালয়ে যেতে পারবে না। বারোটা ৪৫-এর আগে পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরনো যাবে না। প্রশ্নপত্রের পাশাপাশি, এবার উত্তরপত্রেও কিছু বদল থাকছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। 


আরও পড়ুন: Kunal Ghosh: নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ, শুভেন্দুকে হেফাজতে নিয়ে তদন্তের দাবি কুণালের