সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : বছরের এই সময়টায় পরপর বিয়ের দিন। অনেকেই দেখেশুনে খুঁজে নেন ভ্যালেন্টাইনস ডে-র আশেপাশের কোনও বিয়ের দিন। যাতে ভালবাসার মরসুমে রোমান্সে মাখামাখি হয়ে থেকে যায় সাত-পাকে বাঁধা পড়ার দিনটি। তবে নিজের বিয়ে আর ভালবাসার দিনটাকে অন্যদের থেকে আলাদা করতে কেএক অভিনব পদ্ধতি বেছে নিলেন এক ইউ টিউবার।  

বরের অপেক্ষায় থাকা কনেপক্ষকে চমকে দিয়ে বর বেছে নিলেন অভিনব যান। ঘোড়া, পালকি বা হালফ্যাশনে দামি গাড়ি নয়, বর বিয়ে করতে গেলেন পে লোডারে চেপে। মাটি কাটার যন্ত্র চেপে ভালবাসার মরসুমে ভালোবাসার মানুষের গলায় মালা দিতে গেলেন হুগলির জনপ্রিয় ইউটিউবার। বিয়েতে বনেদিআনা ছোঁয়া দিতে কেউ ভাড়া করেন পালকি, কেউ ঘোড়া, কেউ বা জুরি-গাড়ি। কিন্তু ভাবনা চিন্তায় বেশ কিছুটা আলাদাই এই ইউটিউবার।  গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায়।কিন্তু পে লোডারে চেপে,অভিনবই বটে! তার জন্য বেশ চর্চায় ইউটিউবার কুন্তল সাহা। 

খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার। তাঁর জীবনসঙ্গী বুনোকালীতলার পায়েল সাধুখাঁ।  আট বছর আগে ভ্যালেন্টাইনস ডে-তেই প্রথম আলাপ। আর তাই বেছে বেছে  ভ্যালেনটাইনস ডে-র আগের দিনটিকেই বেছে নিয়েছিলেন ইউটিউবার। আর সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়াতে এমন অনেক কিছুই করে থাকেন ইউটিউবাররা। তবে এই রিচ বাড়ানোর প্রতিযোগিতায় গা-ভাসিয়ে কেউ কেউ নেতিবাচক কিছুও করে বসেন। 

তাই কুন্তলকে দেখা যায়  বরবেশে পে লোডারের সামনে বসে থাকতে । সঙ্গে ছিল ব্যান্ড পার্টি ও বরযাত্রী। খাদিনা মোড় থেকে  চুঁচুড়া যাওয়ার রাস্তায় বর দেখতে ভিড় জমে যায়। আশেপাশের মানুষের উৎসাহ দেখে আলোচনা করছিলেন বরযাত্রীরাও। কেউ আবার ভুরু  কুঁচকে বলছেন,  কী দিন এল,আরো কত কী দেখতে হবে !  

বরের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। ইউটিউবার বলেন, মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয়না। আমার পরিবার বন্ধু বান্ধব আনন্দ পেয়েছেন। রাস্তায় যাঁরা দেখছেন,  তাঁরা আনন্দ পাচ্ছেন... এটাই অনেক। কে কী ভাবল, কে ট্রোল করল, ডোন্ট কেয়ার ! বিয়ে একবারই করবেন তাই সেটাকে মনে রাখার মত করতে হবে তো ! 

বরযাত্রী দেখে চক্ষু চড়কগাছ অনেকের। স্থানীয় বাসিন্দা, বিনয় মান্না বলেন, 'শুনলাম ইউটিউবারের বিয়ে। জেসিবি করে বিয়ে করতে যাচ্ছে। শহরে আগে কোনদিন দেখিনি। এটা একটা অভিনব ব্যাপার । আশা করি নবদম্পতি আগামী দিন ভালোই কাটবে।' 

আরও পড়ুন :  শিশুকে বাঁচাতে ১৬ কোটির ইঞ্জেকশন! পেট দেখিয়ে কদর্য জোকস সময় রায়নার, ভাইরাল পুরনো ভিডিও