সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির (Hooghly) শ্রীরামপুরের (Serampore) ঘন বসতিপূর্ণ এলাকায় খুন হলেন এক গৃহবধূ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দিনে দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর প্রভাসনগরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মৃতার স্বামী রমেশ সাউ তাঁদের ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী। তাঁর গলা কোনও ধারাল অস্ত্র দিয়ে কাটা। হাতেও রয়েছে ধারাল অস্ত্রের ক্ষত। বাড়ি ফিরে এমন দৃশ্যে দেখে দ্রুত স্ত্রীকে টোটোয় চাপিয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি বছর চল্লিশের রেনু সাউকে। চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন - Hooghly News: জলে ডুবে যাচ্ছে বোন, বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি দিদির
শ্রীরামপুর পুরসভার ২৯ নং ওয়ার্ড প্রভাসনগর এলাকায় দিনে দুপুরে এমন ঘটনায চাঞ্চল্য ছড়িযেছে প্রভাসনগরে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধারাল কোনও অস্ত্র দিয়ে খুন করা হয়েছে রেনু সাউকে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মৃতার স্বামী রমেশ সাউ কাপড় ফেরি করেন। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, দেখা যায় ঘরের আলমারি খোলা। সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। লুঠপাটের উদ্দেশে খুন করা হয়েছে ওই মহিলাকে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে জানিয়েছেন যে, তাঁরা এদিন কোনও অস্বাভাবিক শব্দ পাননি। যদিও প্রভাসনগর ঘন বসতিপূর্ণ এলাকা। এমন একটা জায়গায় নৃশংস হত্যার কাণ্ড ঘটে গেল, অথচ কেউ কোনও শব্দ পেল না, তা কিছুটা অস্বাভাবিকই। দিনে দুপুরে এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।