সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দুই বোনে স্নান করছিল খালের জলে। কিন্তু আচমকাই বোন জলে ডুবে যেতে থাকে। আর বোনকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে গেল দিদি। হুগলির (Hooghly) পাণ্ডুয়ায় (Pandua) এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এখনও খোঁজ মেলেনি কিশোরীর। ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার বোস পাড়া ক্যানেল পাড় এলাকায়।
নিখোঁজ কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট বোনের নাম রাজিয়া খাতুন। আর নিখোঁজ কিশোরীর নাম কাশিদা খাতুন। বছর তেরোর এই কিশোরী সুলতানা হাই মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ বোন রাজিয়া খাতুনকে সঙ্গে নিয়ে বাড়ির কাছের খালে স্নান করতে যায় দিদি কাশিদা খাতুন। দুই বোন স্নান করার সময় হঠাৎই জলে তলিয়ে যেতে থাকে ছোট বোন রাজিয়া। বোন জলে তলিয়ে যাচ্ছে দেখতে পেয়েই তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় বছর তেরোর কিশোরী। বোনের জীবন বাঁচাতে নিজের জীবন বিপন্ন করে তোলে সে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বোনকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেওয়ার পর দুই বোনই জলে তলিয়ে যেতে থাকে। সেই সময় স্থানীয় এক বাসিন্দার চোখে পড়ে ঘটনাটি। স্থানীয় এক ব্যক্তি দেখতে পান দুই বোন জলে তলিয়ে যাচ্ছে। এমন ঘটনা দেখতে পেয়েই ওই ব্যক্তি দ্রুত দুই বোনকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ছোট বোন রাজিয়াকে উদ্ধার করা গেলেও খালের জলে তলিয়ে যায় বড় বোন কাশিদা।
আরও পড়ুন - Hooghly News: দুর্ঘটনার কবলে তারকেশ্বর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর, ভর্তি হাসপাতালে
সূত্রের খবর, কিশোরীর খালের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় দ্রুত পুলিশের কাছে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পাণ্ডুয়া থানার পুলিশ। জাল ব্যবহার করে চলতে থাকে উদ্ধার কাজ। পুলিশের সঙ্গে এই কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। জানা গিয়েছে,ইতিমধ্য়েই ডিভিসির দুটি গেটই বন্ধ করে দেওয়া হয়েছএ। কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি ওই কিশোরীর। জানা যাচ্ছে, আলো কম থাকার কারণে অন্ধকারে উদ্ধার কার্য বেশিক্ষণ করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, আগামীকাল ডুবুরি নামে ফের শুরু হবে উদ্ধারকার্য। বোনকে বাঁচাতে কিশোরীর এমন মর্মান্তিক পরিণতিতে শোকাহত স্থানীয় বাসিন্দারা। শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।