বাপন সাঁতরা, আরামবাগ: বৃষ্টির মধ্যে হঠাৎ স্কুলে বজ্রপাত। আর তাতেই বিপত্তি। বাজ পড়ে আহত খানাকুলের সাত স্কুল পড়ুয়া। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর আপাতত স্থিতিশীল তাঁরা। 



বাজ পড়ে বিপত্তি: ঘটনা খানাকুলের কুমারহাট উচ্চ বিদ্যালয়ে। যার জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা শুরু হয়।যদিও আহতরা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। জানা গিয়েছে, শুক্রবার দুপুরের পর প্রথমে বৃষ্টি শুরু হয় খানাকুলে। টিফিনের সময় ছাত্রীরা বৃষ্টির জেরে স্কুলের মধ্যেই একটি রুমে দাঁড়িয়ে ছিল। সেই সময় হঠাৎ বাজ পড়ে। তাতেই আহত হয় দাঁড়িয়ে থাকা সাতজন ছাত্রী। ক্লাস রুমের এদিক ওদিক লুটিয়ে পড়ে তারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলজুড়ে। পরে তড়িঘড়ি শিক্ষক শিক্ষিকারা তাদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ। ঘটনায় আহতদের চিকিৎসা শুরু করা হয়েছে।


এদিকে স্কুলে যাওয়ার পথে অসুস্থ, ক্য়ালকাটা বয়েজ স্কুলের নার্সারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্য়ু হল। পরিবারের দাবি, পুলকার চালক জানান, স্কুলের কাছাকাছি পৌঁছতেই ৪ বছরের শিশুর বমি শুরু হয়। NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করেছে পুলিশ। কেষ্টপুরের বাসিন্দা, শিশুর পরিবারের দাবি, শুক্রবার তাকে যাওয়ার জন্য় পুলকারে তুলে দেয় বাবা। গাড়ি চালকের দাবি, স্কুলের কাছাকাছি পৌঁছনোর পর, গাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শিশু। একাধিকবার বমি হয়। পুল কারের ড্রাইভারই শিশুর পরিবারকে খবর দেন। এরপর মা-বাবা ঘটনাস্থলে পৌঁছে তাদের সন্তানকে প্রথমে লেনিন সরণীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে ৪ বছরের শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  মৃত শিশুর আত্মীয় বলেন, "শরীর গরম গরম বলছিল ২ দিন ধরেই। খুব গরম লাগছে, খুব গরম লাগছে। তারপর আজকে যথারীতি স্কুলে এসেছে। স্কুলে আসার সময়ও শরীরটা খারাপ ছিল। খুব ফিট ছিল সেটা বলব না। শরীর খারাপ ছিল। তাও স্কুলেও এসেছে। গরম লাগছে, বা পেটে ব্য়াথা, এই ধরনের।'' ম্য়াজিস্ট্রেট ও কলকাতা পুলিশের DC পদমর্যাদার উপস্থিতিতে শিশুর সুরতহাল হয়। ঘটনার তদন্ত করছে তালতলা থানা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: R G Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, নাট্য অ্যাকাডেমির জীবনকৃতি সম্মান প্রত্যাখ্যান শিবনাথ ভদ্রের