সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে রেখে পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন পুলিশ আধিকারিক। পরীক্ষার্থীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন পুলিশ আধিকারিক।


পরীক্ষার্থীর পাশে পুলিশকর্মী: শ্রীরামপুরের ছোটোবেলুর বাসিন্দা সঙ্গীতা ঘোষ নবগ্রাম কে ডি পাল স্কুলের ছাত্রী। রাজ্যধরপুর নেতাজি হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় ওই পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রে ডিউটি করছিলেন মহিলা কনস্টেবল নিতু বন্দ্যোপাধ্যায কনস্টেবল শৈলেন দন্ডপাট। তাঁদের মারফত খবর পৌঁছয় শ্রীরামপুর ট্রাফিকে কর্মরত সাব-ইন্সপেক্টর সুব্রত ধরের কাছে। তিনি জি টি রোডে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন তাঁর দুই সহকর্মীকে নিয়ে। হঠাৎ দেখতে পান, অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়ায় কান্নকাটি করছে ওই মাধ্য়মিক পরীক্ষার্থী। সঙ্গে সঙ্গে তাকে বাইকে চাপিয়ে ছাত্রীকে তার বাড়ি নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। এর জন্য পুলিশকর্মী সহ তার গোটা টিমকে ধন্যবাদ জানান ছাত্রীর পরিবার। সুব্রত ধর জানান, মেয়েটি অসহায় ভাবে কাঁদছিল, প্রথমে আমি আশ্বস্ত করি এরপর ওকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিই।'' পরীক্ষা দিয়ে বেরিয়ে ওই ছাত্রী জানায়, পরীক্ষা কেন্দ্রে ঢুকে দেখি অ্যাডমিট নিয়ে আসিনি। কেঁদে ফেলেছিলাম।পু লিশ কাকুর সহযোগিতায় পরীক্ষা দিতে পারলাম।


এদিকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দুদিন নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট ১৪ জনের পরীক্ষা বাতিল হয়েছে। প্রথম দিন পরীক্ষা চলাকালীন মালদার দুই পরীক্ষাকেন্দ্র থেকে বাইরে আসে প্রশ্নের কয়েকটি পাতার ছবি। মোবাইল ফোনে তুলে বাইরে পাঠানোর ঘটনায় দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করে তাদের সমস্ত পরীক্ষা বাতিল করে পর্ষদ। এরপর অর্থাৎ শনিবার ইংরেজি পরীক্ষার দিনও একই ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর পরই বাইরে চলে আসে ইংরেজি প্রশ্নের কয়েকটি পাতার প্রতিলিপি। পর্ষদ সূত্রে খবর পাওয়া যায়, পরীক্ষা শুরুর পরই সোশাল মিডিয়ায় ঘুরতে দেখা যায় প্রশ্নপত্রের কয়েকটি পাতার ছবি। সেই ছবি দেখে কিছুক্ষণের মধ্যেই চিহ্নিত করা হয় মালদা ও জলপাইগুড়ির ৩টি স্কুলের ১২ জন পরীক্ষার্থীকে। তাঁদের মধ্যে ১১ জনই মালদার ২টি স্কুলের। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিনই সংশ্লিষ্টদের পরীক্ষা বাতিল করা হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন:  Birbhum: বেআইনি ভাবে রোড ট্যাক্স আদায়ের অভিযোগ, বিক্ষোভ বিজেপির