মোহন দাস, হুগলি: এবার প্রৌঢ়া মা-কে গলা টিপে শ্বাসরোধ করে খুন (Murder) করার অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) খানাকুলের বালিপুর দাস পাড়া এলাকায়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে খানাকুল থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতা প্রৌঢ়ার নাম ছবিতা পাত্র। বছর পঁয়শট্টির ছবিতা বিধবা ভাতা পেতেন। সেই টাকা নিজেই তুলে নিয়ে আসতেন। আর সেই টাকা বারবার চেয়ে নিত তাঁর ছেলে অনুপ পাত্র। এবারও বিধবা ভাতা তুলে নিয়ে এসেছিলেন ওই প্রৌঢ়া। জানা গিয়েছে, এদিনও ছবিতা পাত্রের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে চেয়েছিল অনুপ। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন প্রৌঢ়া। টাকা না দেওয়ায় মাকে নিজের ঘরেই শ্বাসরোধ করে খুন করে ছেলে। সারাদিন সেই খবর কেউ জানতে না পারলেও বিকেদের দিকে তা জানাজানি হয়। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত অনুপ পাত্রকে আটকে রেখে খানাকুল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার করে। এবং অভিযুক্তকে গ্রেফতার করে।


আরও পড়ুন - Hooghly News: সিঙ্গুরে তৈরি হচ্ছে মাছের ভেড়ি, মুখ্যমন্ত্রীর সরষের মধ্যে ভূত ছিল! কটাক্ষ দিলীপের


জানা যাচ্ছে, বিবাহিত হলেও বছর আড়াই আগে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় অভিযুক্ত অনুপ পাত্রের। সে তার মায়ের সঙ্গে থাকত। অভিযুক্তের আরও এক দাদা রয়েছে। তিনি আলাদা থাকেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি অভিযুক্তের দাদা বাইরে কাজ করেন। ঘটনা জানাজানি হতে অভিযুক্তের ভাইপো পুলিশের কাছে কাকার নামে অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় মাকে শ্বাস রোধ করে খুন করার করা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত অনুপ পাত্র। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।


আরও পড়ুন - Hooghly : বাড়িতেই ৩০ রকমের জবা তৈরি রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্রের, স্বীকৃতি আন্তর্জাতিক স্তরে