সোমনাথ মিত্র, সিঙ্গুর: আশঙ্কা সত্যি করে আলু ব্যবসায়ীদের কর্মবিরতির দ্বিতীয় দিনেই পাইকারি বাজারে বাড়ল আলুর দাম। সিঙ্গুরের পাইকারি বাজারে ৫০ কিলোর বস্তা পিছু গড়ে ১৫০-২০০ টাকা দাম বেড়েছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।
পাইকারি বাজারে বাড়ল আলুর দাম: অভিযোগ, দাম বাড়ার তারপরেও চাহিদামতো আলু সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আলু ব্যবসায়ীদের কর্মবিরতি দীর্ঘায়িত হলে, খুচরো বাজারেও আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, আলু ব্যবসায়ীদের সংগঠন--প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দাবি করেছে, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সমস্যার দ্রুত সমাধান মিলবে। সবজি, মুরগির পর এবার আলুর দামেও ছেঁকা লাগতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। উত্তর ২৪ পরগনা থেকে সিঙ্গুরে আলু কিনতে এসেছেন সাইনুর ইসলাম। তিনি বলেন, "ধর্মঘটের জন্য আজ সিঙ্গুর বাজারে বস্তা পিছু ১৫০টাকা দাম বৃদ্ধি পেয়েছে। বাইরের অনেক ক্রেতা এখানে ভিড় করছে। পয়সা দিয়েও আলু মিলছে না।'' রানাঘাট থেকে আলু কিনতে এসেছেন প্রদীপ কুণ্ডু। তিনি জানান, "আমি অন্য জায়গা থেকেও আলু কিনি। অন্যান্য জায়গায় তো সব বন্ধ তাই আজ সিঙ্গুরে এসেছি। কিন্তু আলুর ক্রাইসিস চলছে। প্রয়োজন মতো আলু মিলছে না। এরম ধর্মঘট থাকলে আগামী দিনে আরও দাম বাড়বে।''
সবজি, মুরগির পর এবার ঊর্ধ্বমুখী আলুর দাম। এই পরিস্থিতিতে বাজারে জোগান বাড়াতে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সিঙ্গুরের রতনপুর এলাকার আলু ব্যবসায়ী সুনীল সানা জানান, "রাজ্যের সমস্ত হিমঘর বন্ধ। শুধু সিঙ্গুরে আলু পাওয়া যাচ্ছে। গত শনিবার আলুর বস্তা ১২৫০-১২৭০টাকা ছিল , আজ সেই আলুর দাম ১৪৫০ টাকা দাম। অর্থাৎ বস্তা পিছু ১৫০-২০০টাকা দাম বৃদ্ধি পেয়েছে। অন্যান্য জায়গায়র ব্যবস্যা বন্ধ। সমস্ত জায়গায় ক্রেতা এখানে এসে আলু কিনতে চাইছে। তাই দাম বেড়ে গেছে। এই ভাবে চললে আগামী দিনে খারাপ পরিস্থিতি তৈরি হবে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, "বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা লিখিতভাবে সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি। তবে দাম বৃদ্ধি আমাদের উদ্দ্যেশে নয়। আলুর দাম স্থিতাবস্থা থাকুক সেটা আমরা চাই।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Arjun Singh On Dilip Ghosh: 'শিখলে কিন্তু ভোট করাতে পারব' দিলীপের মন্তব্যে পাল্টা অর্জুন