কলকাতা: আজই বিধানসভায় (WB Assembly) ৪ জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ। দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ নেবেন মধুপর্ণা ঠাকুর, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও সুপ্তি পাণ্ডে। রাজভবনের সঙ্গে সংঘাতের মধ্যেই জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ। আজ বিধানসভায় থাকার কথা মুখ্যমন্ত্রীর। 


জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ: সসদ্য় হওয়া ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীরা মঙ্গলবার শপথ নেবেন। এমনটাই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। গত ১০ জুলাই রাজ্য়ে ৪ বিধানসভা কেন্দ্রে ভোট হয়। ভোটের ফল ঘোষণা হয় ১৩ জুলাই। সোমবার থেকে বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিনই দুপুর ১টা নাগাদ শপথ নিতে চলেছেন বিধানসভা উপনির্বাচনে জয়ী ৪ জন তৃণমূল প্রার্থী - সুপ্তি পাণ্ডে, মধুপর্ণা ঠাকুর, কৃষ্ণ কল্য়াণী ও মুকুটমণি অধিকারী। সূত্রের খবর, মঙ্গলবার শপথগ্রহণ অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।


এদিকে বরানগর ও ভগবানগোলার তৃণমূল বিধায়কের শপথ নিয়ে এখনও জট কাটছে না। বরানগর ও ভগবানগোলার তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় ও রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার হুঁশিয়ারি দিলেন বিধানসভার অধিবেশনে যোগ দিলে তাঁদের দিতে হবে জরিমানা। তাঁদের শপথ বেআইনি। চিঠিতে বলা হয়েছে, রাজ্যপাল নির্দিষ্ট করে দেওয়ার পর, অধ্যক্ষের আইনগত এক্তিয়ার নেই শপথ করানোর। সঠিক পদ্ধতিতে শপথ না নিয়ে কেউ অধিবেশনে যোগ দিলে তাঁকে সমস্যায় পড়তে হতে পারে। তার খতিয়ানও তুলে ধরা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সঠিকভাবে শপথগ্রহণ ছাড়া কেউ বিধানসভার অধিবেশনে যোগ দিলে, ভোটাভুটি বা প্রশ্নোত্তর পর্বে যোগ দিলে তা অবৈধ। প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানার কথা বলা আছে সংবিধানে।

৪ জুন লোকসভা ভোটের ফলাফলের দিনই বরানগর ও ভগবানগোলার উপনির্বাচনের ফল ঘোষণা হয়। কিন্তু, দুই জয়ী বিধায়ককে কে শপথ বাক্য় পাঠ করাবেন রাজ্য়পাল না বিধানসভার অধ্য়ক্ষ, তা নিয়ে শুরুতে তৈরি হয় বিতর্ক। বিধানসভা না রাজভবন, কোথায় শপথ বাক্য় পাঠ করানো হবে, তা নিয়েও বাধে দ্বন্দ্ব। বিধানসভায় শপথ নিতে চেয়ে রাজ্য়পালকে বারবার চিঠি দিয়ে বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন দুই জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ও রেয়াত। পাল্টা রাজভবনের তরফে দুজনকে প্রথমে রাজভবনে এসে শপথ নিতে বলা হয়। দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় তৈরি হয় নজিরবিহীন জট। শেষ অবধি রাজ্য়পাল জানান, দুই জয়ী তৃণমূল প্রার্থী বিধানসভাতেই শপথ নেবেন। কিন্তু স্পিকারকে না দিয়ে, সেই দায়িত্ব তিনি দেন ডেপুটি স্পিকারকে। কিন্তু, ডেপুটি স্পিকার পাল্টা জানিয়ে দেন, স্পিকার থাকায় তিনি শপথ বাক্য় পাঠ করাবেন না। এই পরিস্থিতিতে, গত ৫ জুলাই রাজভবনের সঙ্গে সংঘাতের আবহেই বিধানসভার স্পিকার দুই জয়ী তৃণমূল প্রার্থীকে শপথবাক্য় পাঠ করান। এরপর, সোমবার ফের ২ নব নির্বাচিত বিধায়ককে চিঠি পাঠান রাজ্যপাল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Arjun Singh On Dilip Ghosh: 'শিখলে কিন্তু ভোট করাতে পারব' দিলীপের মন্তব্যে পাল্টা অর্জুনের