কলকাতা: বদলে যাচ্ছে মাধ্যমিক (Madhyamik 2024) এবং উচ্চমাধ্যমিকের (HS Exam 2024) সময়। মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। আগামী মাসেই শুরু হচ্ছে দুই পরীক্ষা। ফেব্রুয়ারি মাস জুড়েই চলবে পরীক্ষা। তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, সময়ের বদল হলেও বদলাচ্ছে না সূচি। অর্থাৎ যে দিন যে পরীক্ষা হওয়ার কথা, সেদিন সেই পরীক্ষাই হচ্ছে।
মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে
- মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে বেলা ১টায়। নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ৬টায় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বিলি করা প্রশ্নপত্র। প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে সেন্টার সেক্রেটারি এবং অফিসার ইন চার্জকে। প্রশ্নপত্রের বাক্স সংগ্রহের পর পুলিশি পাহারায় বেরোতে হবে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে সকাল ৮টার মধ্যে।
- সকাল ৬টা থেকেই পরীক্ষা কেন্দ্রে মোতায়েন থাকবে পুলিশ। সেন্টার সেক্রেটারি এবং অফিসার ইন চার্জ পৌঁছানোর পর ভেন্যু সুপারভাইজার এবং অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজারকে প্রশ্নপত্র বুঝে নিতে হবে।
- সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা।
- সকাল ৮টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে
বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সূচি নির্দিষ্ট রেখেই উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদল করা হচ্ছে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে ১টায়। তবে ভকেশনাল বিষয়, ভিস্যুয়াল আর্ট, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে সময় এক নয়। সংশ্লিষ্ট বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে ১১টা ৪৫ মিনিটে।
বেলায় নয় এবার সকাল থেকে শুরু হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে টানা ১০ দিন। ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। এর আগে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সকাল ১১.৪৫ মিনিট। তার বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সকাল ৯.৪৫ মিনিটে। উচ্চমাধ্যমিক শুরু হত বেলা ১২টায়। তার পরিবর্তে চলতি বছর শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন। সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Corona Death: রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু
Education Loan Information:
Calculate Education Loan EMI