সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের পর কিশোরের মৃত্যু। এই ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি হল শ্রীরামপুরের বেসরকারী নার্সিংহোমে। এই ঘটনার পর চিকিৎসককে চুলের মুঠি ধরে মারধর। পুলিশ উদ্ধার করে চিকিৎসকে। 


মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ধনিয়াখালির ভান্ডারহাটি বেনেপাড়ার বাসিন্দা সৌরভ চক্রবর্তীর ছেলে অগ্নিশ চক্রবর্তী (১৪) অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। গত শনিবার তার পেটে অসহ্য ব্যথা শুরু হয়। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে হরিপাল শ্রমজীবী হাসপাতালে দেখায় তার পরিবার।


স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসককেও দেখানো হয়। পেটের ব্যথা কমেনা। এরপর গত কাল ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে সেখানে জানানো হয় দ্রুত অস্ত্রোপচার করতে হবে। শ্রীরামপুরের নার্সিংহোমে যোযাযোগ করে গতকাল বেলা বারোটা অগ্নিশকে ভর্তি করা হয়। আল্টাসোনোগ্রাফি করিয়ে অ্যাপেন্ডিক্স বাদ দিতে হবে বলা বলেন চিকিৎসক। পৌনে দুটো নাগাদ দুটোর সময় তার অস্ত্রোপচার করা হয়। চারটের সময় পরিবারকে জানানো হয় নার্সিংহোম থেকে ছেলে সুস্থ রয়েছে। 


আজ এগারোটার সময় অগ্নিশের পরিবার নার্সিংহোমে যায় তাকে দেখতে।অগ্নিশ তার মার সঙ্গে কথাও বলে।তারপর চিকিৎসকরা জানান অবস্থা ভালো না। মৃত্যুর খবর দেওয়া হয় তারও কিছুক্ষণ পরে। এরপরই মৃত কিশোরের পরিবার  বিক্ষোভে ফেটে পরে। সুজয় মহান্তি নামে এক চিকিৎসক অগ্নিশের অস্ত্রোপচার করবেন বলেছলেন।


আরও পড়ুন, আরও বাড়বে তাপমাত্রার পারদ, লু-তাপপ্রবাহে ভয়ঙ্কর গরমে পুড়তে চলেছে রাজ্য


কিন্তু গতকাল চিকিৎসক রুবেল গঙ্গোপাধ্যায় অস্ত্রোপচার করে দেন। আজ চিকিৎসক মোহান্তিকে নিয়ে টানাটানি শুরু করে মৃত কিশোরের পরিবার। চুলের মুঠি ধরে মারা হয় তাকে। মৃতের পরিবারের অভিযোগ মদ্যপ অবস্থায় থাকেন চিকিৎসক।
খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ পৌঁছায় নার্সিংহোমে। চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।-                                                                                                                         


শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে