কলকাতা: বাড়বে দহন-জ্বালা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই চার জেলায় জারি হয়েছে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা। কিছু জায়গায় লু বইবে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। কলকাতাতেও গরম বাড়বে। তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে সপ্তাহভর। 


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে,  দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ জারি থাকবে। এই মুহূর্তে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই বরং সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহে ক্রমশ বাড়বে পারদ। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে ৯টি জেলায়। তবে কলকাতায় এবারের গরম এখনও ৪৪ বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারেনি। ১৯৮০ সালের এপ্রিলে ৪১.৭ ডিগ্রিতে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা। এবার এখনও পর্যন্ত কলকাতায় চল্লিশেই ঘোরাফেরা করছে পারদ-সূচক। দক্ষিণের পর উত্তরেও পৌঁছবে তাপপ্রবাহ। বাড়বে গরম।  শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যে। 


হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, গতকাল পশ্চিমে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।  আপাতত দক্ষিণ বঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে আবার বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখে ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর তীব্র তাপপ্রবাহ চলতে পারে। 


আরও পড়ুন, সূর্যের মুখ দেখেন না দেবী, মায়ের কাছে আশাপূরণে ছুটে আসেন ভক্তরা, কোন্নগরের শকুন্তলা পুজোর রোমাঞ্চকর ইতিহাস


কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৪ দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আগামী কয়েক দিনের তাপমাত্রার বেড়ে ৪১ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। এপ্রিল মাসের শেষের দিকে এটা ৪১-এর বেশি যাওয়ার সম্ভাবনা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। আপাতত কলকাতার এবং দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই আগামী সাত দিন।                                       


উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪-৫ দিন ২৬ তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেইসঙ্গে উত্তরবঙ্গে ও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে