সোমনাথ মিত্র, হুগলি: পৌরসভা থেকে বাড়ি ফিরছিলেন তারকেশ্বর (Tarakeshwar) ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকার (Rupa Sarkar)। সেই সময় একটি মারুতি ভ্যান সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর চোট পেলেন রূপা সরকার। সিসিটিভি (CCTV) ক্যামেরার ছবি খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, আজ দুপুরে তারকেশ্বর (Tarakeshwar) পৌরসভায় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন রূপা সরকার। ওয়ার্ড সভাপতি অশোক গায়েনের বাইকে চেপে বারো নম্বর ওয়ার্ডের বাজিতপুর এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময়ই বারো নম্বর রোডের রেল গেট এলাকায় একটি মারুতি ভ্যান দ্রুত গতিতে এসে তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। মারুতি ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ছিটকে পড়েন ওয়ার্ড সভাপতি অশোক গায়েন ও কাউন্সিলর রূপা সরকার (Councilor Rupa Sarkar। দুজনেই গুরুতর চোট পান। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে দ্রুত তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে দেন। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান (Tarakeshwar Municipalty Chairman) উত্তম কুণ্ডু এবং অন্যান্যরা।
আরও পড়ুন - Hooghly News: নিজের লাইসেন্সপ্রাপ্ত দোনলা বন্দুকের গুলিতেই মৃত্যু ব্যক্তির
এই ঘটনা প্রসঙ্গে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান (Tarakeshwar Municipalty Chairman) উত্তম কুণ্ডু (Uttam Kundu) জানিয়েছেন যে, এই দুর্ঘটনা (Accident) স্বাভাবিক নাকি অস্বাভাবিক, তা অতি শীঘ্রই খতিয়ে দেখা হবে। এই ঘটনার পিছনে কারও কোনও অভিসন্ধি রয়েছে কিনা তা জানার জন্য এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি আরও জানান, রাস্তার ধারে কীভাবে কোনও গাড়ি এসে ধাক্কা মারতে পারে, তা অস্বাভাবিক। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তা অবশ্যই দেখা হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ।