সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুরনো নিয়মে এ বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হচ্ছে ১৮ মার্চ। গত বছর পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। গতবারের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দেবেন। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া। এই পরীক্ষা উপলক্ষে এবার 'এলাহি আয়োজন' তৃণমূলের।
সামনে ২৬ এর বিধানসভা ভোট সেই কারণেই কি এরকম আয়োজন? এমনই প্রশ্ন তুলল বিজেপি। পরীক্ষাকেন্দ্রের বাইরে এতদিন ' আনলিমিটেড চা-জল'-এর ব্যবস্থা ছিলই। এবার অবশ্য পরীক্ষার দিনগুলিতে চাউমিন-বিরিয়ানির এলাহি আয়োজন করেছে কোদালিয়া অঞ্চল তৃণমূল। অভিভাবকদের জন্য এক এক দিন এক এক রকম খাবারের ব্যবস্থা করেছে তারা।
উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে চুঁচুড়ার সুকান্তনগর অনুকুল চন্দ্র হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে দেখা দেল এমনই কিছু দৃশ্য। স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে। মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকেও অভিভাবকদের জন্য চা জলের ব্যবস্থা করা হয়। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র ঘুরে ব্যবস্থাপনা দেখেন। দলের কর্মীদের নির্দেশ দেন অভিভাবকদের যাতে অসুবিধা না হয় সেটা দেখতে।
প্রথম দিয়ে ঘুগনি খাওয়ানো হয় অভিভাবকদের। কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান দেবাশিষ চক্রবর্তী বলেন, যতক্ষণ পরীক্ষা চলবে অভিভাবকরা অপেক্ষা করবেন। তাদের জন্য বসার জায়গা যেমন করা হয়েছে। তেমনি এক এক দিন এক এক রকম খাওয়ার দেওয়া হবে। ঘুগনি-চাউমিন-লুচি তো থাকছেই, এমনকী শেষ দিনে থাকবে চিকেন বিরিয়ানি। প্রায় একশ আশি জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সুকান্তনগর স্কুলে। সেইমতো অভিভাবকের জন্য আয়োজন করা হচ্ছে। আর এই আয়োজনে খুশি অভিভাবকরাও।
সোমবার সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে অবশ্য উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুইবার হবে পরীক্ষা। সেই অনুযায়ী, এই বছরই পুরনো নিয়মে শেষ পরীক্ষা হচ্ছে রাজ্যে। পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজারের কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দিচ্ছেন। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া।
গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। এর পাশাপাশি, পরীক্ষা পদ্ধতিতেও থাকছে একাধিক নিয়মের কড়াকড়ি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে