উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: দাবি-পাল্টা দাবি! চ্য়ালেঞ্জ-পাল্টা চ্য়ালেঞ্জ! শনিবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কী হয়েছিল? তা নিয়ে এবার মুখোমুখি বাগযুদ্ধে তৃণমূল এবং সিপিএম। ভিডিওর ফ্রেম দেখিয়ে, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেন, যে ছবি দেখানো হচ্ছে, তা ভুয়ো। পাল্টা শনিবারের ভিডিও দেখিয়ে, সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য পাল্টা দাবি করেন, গাড়ির তলায় চাপা পড়েই জখম হন ছাত্র।



যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ক্য়াম্পাসে ব্রাত্য় বসুর গাড়ির তলায় ছাত্র! উঠছে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রকে পিষে মারার চেষ্টার মতো চাঞ্চল্য়কর অভিযোগ! অতীতে বহুবার বহু ইস্য়ুতে উত্তপ্ত হলেও, এমন ঘটনা ক্য়াম্পাসে কখনও ঘটেছে কিনা, মনে করতে পারছেন না কেউই! কিনতু, শনিবার আদতে কী হয়েছিল? তা নিয়ে দাবি-পাল্টা দাবির লড়াইয়ে এখন সরগরম রাজ্য় রাজনীতি। একদিকে, ছবি দেখিয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন, এই ছবি সাজানো। স্কুটারে হোঁচট খেয়ে আহত হয়েছেন যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজ রায়।


(ফেসবুক ভিডিও) তৃণমূল কংগ্রেসের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন ,'আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্য়া, ফটোশপ করে তৈরি করা।' কিন্তু সোমবার সাংবাদিক বৈঠক করে পাল্টা ফ্রেম বাই ফ্রেম শট দেখিয়ে, দেবাংশু ভট্টাচার্যর তত্ত্ব সটান খারিজ করে দিয়েছেন সিপিএমের রাজ্য় কমিটির সদস্য় সৃজন ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে SFI নেতা ও রাজ্য় কমিটির সদস্য়, সিপিএম  সৃজন ভট্টাচার্য বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু, গতকাল সংবাদমাধ্য়মে বলেছেন, তাঁর গাড়ির তলায় একজন ছাত্র চলে গিয়েছিল। সেই যে ছাত্র আহত হয়েছে, তার জন্য় তিনি দুঃখিত। আর শিক্ষামন্ত্রীর দলের মুখপাত্র সে সাজানো ভিডিও দেখিয়ে বলছে, এরকম কোনও ঘটনা ঘটেনি। 


রবিবার কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। ফেসবুক ভিডিওতে  তৃণমূল কংগ্রেসের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, SFI, অতিবাম, নকশাল, মাওবাদী যে যে ছাত্র সংগঠন ওখানে ছিলেন, যাঁরা এই ছবিটা ভাইরাল করছেন, তাদেরকে চ্য়ালেঞ্জ করছি, এই ছবিটা যে ভিডিওর ফ্রেম থেকে নেওয়া, ওই ভিডিওটা পাবলিশ করুন। যদি বুকের পাটা থাকে, যদি এক বাপের ব্য়াটা হন। এরপর সোমবার ফ্রেম বাই ফ্রেম ভিডিও শট দেখিয়ে, দেবাংশুর তত্ত্বকে ভুয়ো বলে দাবি করল সিপিএম।সৃজন ভট্টাচার্য বলেছেন, ভিডিও দেখিয়ে যেখানে বলছে ইন্দ্রানুজই গাড়ি চাপা পড়েছে। সোমবার ফেসবুকে থালা-বাটি-সহ কার্যত ডেমো দিয়েও, গাড়ি চাপা পড়ার তত্ত্ব খারিজের চেষ্টা করেন দেবাংশু ভট্টাচার্য। 


আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, আজও বাড়ি থেকে বেরোলেন না অন্তর্বর্তীকালীন উপাচার্য ! জানালেন তিনি 'অসুস্থ'..


 দেবাংশু ভট্টাচার্য বলেন, যেখানে থালা বাটি দিয়ে দেখাচ্ছে, চোখে লাগতে পারে না।কিন্তু সোমবার বারবার পুরো ভিডিও তুলে ধরে তরুণ সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য পাল্টা বুঝিয়ে দেন, গাড়ির তলায় চাপা পড়েই গুরুতর জখম হয়েছেন ইন্দ্রানুজ।