সোমনাথ মিত্র, হুগলি: চৈত্রেই প্রবল দাবদাহের মাঝেই স্বস্তির বৃষ্টি জেলায় জেলায়। বেশ কয়েকটি জেলায় রবিবার সকাল থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়। কালবৈশাখী এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। 


এদিকে, আজ সকালেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম লক্ষণ মালিক (২৬)।  বজ্রপাতের কারণেই যুবকের মৃত্যু, এমনটাই জানিয়েছে পরিবারে। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পিয়াসাড়া এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে কৃষি জমিতে অন্যান্যদের সঙ্গে  কাজ করতে গিয়েছিলেন ওই যুবক। সেই সময় আকাশে কালো মেঘ দেখে সবাই বাড়ি ফেরার চেষ্টা করে। সেই সময় হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি। বজ্রপাতের সময় প্রায় অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে লক্ষণ মালিক। 


তারপর সেখান থেকে তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বজ্রপাতের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানান হয়েছে। 


এদিকে,  গাইঘাটার বর্ণবেড়িয়াতে মাঠের কাজে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক কৃষকের। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার বর্ণবেড়িয়াতে নেপাল হালদার নামে এক কৃষক এদিন সকালে মাঠে কাজ করতে যান। সেখানেই বজ্রাঘাতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত নেপাল হালদারের বয়স ৩৮ বছর, বলে পুলিশ সূত্রে খবর। 


এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আজ নদিয়া, উত্তর ২৪ পরগনাতে আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আছে বজ্রপাতের আশঙ্কাও।  


পাশাপাশি, সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে