কলকাতা: দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। যদিও এখনও যায়নি গুমোট গরম। আর্দ্রতা থেকে মুক্তি মেলেনি কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর। যদিও ঠিক এমন এক সময় আশার বার্তা শোনাল আবহাওয়া দফতর (South Bengal Weather Update)। 






আইএমডি কলকাতা ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে ট্যুইট করেছে। রাজ্যের মানচিত্রে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত, তা চিহ্নিত করেছে। এর মধ্যে আজ ২৬ জুন উত্তরবঙ্গের ৫ জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা থাকছে। শতাংশ অনুযায়ী বৃষ্টিপাতের হার থাকবে ৭৬ থেকে ১০০। তবে ২৬ থেকে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজ্যের বাকি জেলাগুলিতে। 


দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, দুই ২৪ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে এই শতাংশের হার বদলাবে। ৫১ থেকে ৭৫ শতাংশ বৃষ্টিপাতের হারের সম্ভাবনা রয়েছে।


 গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এমন সময়েই সুখবর শোনাল না হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই রাজ্যে দুই প্রান্তে একেবারে দু'রকম খেলা দেখাচ্ছে আবহাওয়া। টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। বৃষ্টির দাপটে ধসও নামছে পাহাড়ে। উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ।


একই রাজ্যে দুই প্রান্তে একেবারে দু'রকম খেলা দেখাচ্ছে আবহাওয়া। টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক এলাকা।বৃষ্টির দাপটে ধসও নামছে পাহাড়ে। উত্তরবঙ্গে যখন এই ছবি তখন দক্ষিণবঙ্গে সকাল থেকেই জ্বালা ধরাচ্ছে রোদের তেজ। চড়া রোদের সঙ্গে দোসর আর্দ্রতা জনিত অস্বস্তি। দিনভর ঘেমে নেয়ে একসা হচ্ছে দক্ষিণবঙ্গবাসী। 


আরও পড়ুন, ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা..


অপরদিকে, আজ থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ২৬ জুন দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে। আজ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরেও। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই দিনাজপুর এবং মালদায়। ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।