সৌরভ বন্দ্যোপাধ্যায়, তারকেশ্বর : নবান্ন অভিযানের প্রস্তুতিতে হুগলির তারকেশ্বরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিল ঘিরে ধুন্ধুমার। বিজেপি (BJP) নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশে কালো পতাকা দেখিয়ে মহিলাদের বিক্ষোভ। পাশাপাশি মিছিলে পাথর ছোঁড়ার অভিযোগ। সবমিলিয়ে তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে তুলকালাম।বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। বিজেপি নেতা রাহুল সিনহার খোঁচা, 'তৃণমূল ভয় পাচ্ছে'। পাল্টা রাজ্যের শাসকদলের পক্ষে শুভেন্দুর মিছিল থেকেই উত্তেজনা তৈরির চেষ্টার পাল্টা অভিযোগ। পাশাপাশি তৃণমূল নেতা শান্তনু সেনের বক্তব্য, 'নবান্ন অভিযান ফ্লপ হবে জেনেই বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির'।


ঠিক কী ঘটেছে


আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। তার প্রাক্কালে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই অভিযানের প্রস্তুতিতে মিছিল, সভা করছেন বিজেপি নেতারা। যে জন্যই হুগলির তারকেশ্বরে মিছিলে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে বিরোধী দলনেতার নেতৃত্বে মিছিল এগোনোর পরই বিক্ষোভ দেখাতাে শুরু করেন একদল মহিলা। শুভেন্দু অধিকারীর উদ্দেশে গো ব্যাক স্লোগানও ওঠে। তাঁকে দেখানো হয় কালো পতাকাও। ওঠে মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগও। সবমিলিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূলের দিকে। যদিও রাজ্যের শাসকদলের পক্ষে যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপির মিছিল থেকে উত্তেজনার ছড়ানোর চেষ্টায় স্থানীয়রা রুখে দাঁড়িয়েছেন বলেই পাল্টা অভিযোগ করা হয়েছে।


তৃণমূল ভয় পেয়েছে : রাহুল সিনহা


বুধবার যাদবপুরে যেরকম ঘটনাক্রম ঘটেছিল তেমনটাই ফের বৃহস্পতিবার তারকেশ্বরে হওয়ার পরে বিজেপি নেতা রাহুল সিনহার  (Rahul Sinha) কটাক্ষ 'তৃণমূল ভয় পেয়েছে'। রাহুল সিনহা বলেছেন, মানুষের বলার অধিকার, প্রচারের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। মিছিলে এরকম হামলা হতে পারে তা কি পুলিশ জানত না, যদি তেমনটা হয় তাহলে রাজ্যে যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই, তেমনটাই ধরে নিতে হয়। আর যদি পুলিশ জানত এমনটা হবে তাহলে ধরে নিতে হয় পুলিশ ও প্রশাসনের তরফে মিলিতভাবে এই হামলা হয়েছে।


অশান্তি বাঁধাতে চাইছে বিজেপি : শান্তনু সেন


গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তৃণমূল নেতা শান্তনু সেন (Shantanu Sen) বলেছেন, বিজেপির বিভিন্ন নেতা তো বিভিন্ন দিকে ছোটেন, দেখুন নবান্ন অভিযানের দিনই ফের না বদলায়। আসলে ওঁরা জানে নবান্ন অভিযান ফ্লপ হতে চলেছে, তাই বিভিন্নভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। সুস্থ রাজনীতি করতে না পেরে বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এভাবে কিছু হবে না। সেটা তো ওঁদের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় নিজেই বিজেপি নেতাদের জন্য জানিয়ে দিয়েছেন।



আরও পড়ুন- সোশাল মিডিয়ায় পরিচয়ের পর নৃত্যশিল্পীকে লাগাতার ধর্ষণ, পুলিশে অভিযোগ করতে গেল চরিত্র নিয়ে প্রশ্ন থানার!