সোমনাথ মিত্র, ধনিয়াখালি: "সাংসদ হিসেবে সবার মনে আনন্দ দেওয়ার ও সবার মন জয় করার চেষ্টা করব।" বুধবার হুগলি জেলার ধনিয়াখালিতে (Dhaniakhali) পুজো উদ্বোধনে এসে এই কথাই বললেন স্থানীয় তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Hooghly TMC MP Rachana Banerjee)। যার শুনে কটাক্ষ করেছে বিজেপি।
আরও পড়ুন: RG Kar Protest : আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতার ২ মেডিক্যালে শতাধিক গণ-ইস্তফা!
বুধবার হুগলির ধনিয়াখালির কানানদী ব্যবসায়ী সমিতির পুজোর উদ্বোধনে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পুজোর উদ্বোধনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এবার পুজো ছোটো হয়ে গেছে। অষ্টমী-নবমী এক দিনে পরেছে। কলকাতার বাড়িতে পুজো আছে সেখানে বন্ধুবান্ধবও রয়েছে। ইচ্ছা আছে তাঁদের সঙ্গে সময় কাটানোর। হুগলিতে আজ এসেছি। পুজোর চমক তো প্রতিমা আর প্যান্ডেলে। এখানকার সাংসদ হিসেবে চেষ্টা করব মানুষের মন জয় করার। সবাইকে আনন্দ দেওয়ার।"
স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে জানা গেছে, ষষ্টীতে নিজের সাংসদ এলাকা হুগলির বেশ কয়েকটি পুজোয় উপস্থিত থাকবেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানকার মানুষদের সঙ্গে দেখা করে শারদীয়া দুর্গাপুজোর অভিনন্দন ও শুভেচ্ছা জানাবেন।
আরও পড়ুন: RG Kar Protest : আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতার ২ মেডিক্যালে শতাধিক গণ-ইস্তফা!
প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে হুগলির বলাগড়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসি কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে বলেছিলেন রচনা। বলাগড় থেকে ফেরার পথে চাষের ক্ষেতের পাশে গাড়ি দাঁড় করিয়ে চাষীদের থেকে ওলও কিনেছিলেন। যা নিয়ে সমাজ মাধ্যমে মিম হতে বেশি সময় লাগেনি।
আজকে রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সম্পর্কে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ কটাক্ষের সুরে বলেন, "সাংসদ নিজেই বলেছেন মাসে একদিন দেখা দেবেন। তাহলে কি করে মানুষের মন জয় করবেন তিনি। তবে কুইন্টাল কুইন্টাল জল বলে, রাস্তাঘাটে ধোঁয়া দেখে ভুলভাল বলে শুধু হুগলির মানুষকে না গোটা রাজ্যের মানুষকে আনন্দ দিচ্ছেন তিনি।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Case: বৈঠকে গেলেও বোঝাপড়ায় যাচ্ছি না, জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা