কলকাতা: ভরা পুজোয় কলকাতা-সহ বাংলার জেলায় জেলায় বৃষ্টি হয়ে চলেছে। কোথাও খুব জোরে, কোথাও ধীরে। এদিকে জলও জমেছে কিছু জায়গায়। রাত পেরোলেই সপ্তমী, পুজোর বাকি কদিনও মুখ ভার থাকবে আকাশের ? কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ? দেখুন একনজরে।


আইএমডি কলকাতা সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গে ৬ জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দুই ২৪ পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৫ জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ২৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকালও কলকাতায় ২৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা সামান্য হলেও  সকালে একটু কমেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ এর নিচে নেমে এসেছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য উপরে ওঠে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৫০ শতাংশে।


তবে,  পুজোতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়ছে অস্বস্তির পরিমাণও। উত্তরবঙ্গেও কমবে বৃষ্টির পরিমাণ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ ও ১২ই অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন, বৈঠকে গেলেও বোঝাপড়ায় যাচ্ছি না, জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা


রোদ ঝলমলে নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা জানান দেয় শরৎকাল এসে গেছে। উমাকে বাপের বাড়িতে স্বাগত জানাতে সেজে উঠেছে প্রকৃতিও। কিন্তু সেই আকাশেই মাঝে মাঝে কালো মেঘের ঘনঘটা আর যখন তখন বৃষ্টি, বাঙালির মনে ভয় ধরাচ্ছি। কী হবে পুজোয়?  পুজোতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম। শুক্র ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।