সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পরিচারিকা চাই জানিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন বাহাত্তর বছরের এক বৃদ্ধ। কিন্তু পরিচারিকার খোঁজে বেরিয়ে তিনি নিজেই অপহৃত হয়ে যান। পরে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) পোলবায় (Polba)। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃদ্ধকে অপহরণ-


জানা গিয়েছে, হুগলির পোলবার শঙ্করবাটির বাসিন্দা বছর বাহাত্তরের জীবন কৃষ্ণ পাল মাস দেড়েক আগে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন পরিচারিকার জন্য। শঙ্করবাটিতেই ছেলে, বৌমা ও নাতিকে নিয়ে থাকেন তিনি। বিজ্ঞাপন দেখে স্বাভাবিকভাবেই অনেকে ফোন করেন। বৃদ্ধের পরিবার সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের এক মহিলা যোগাযোগ করে এসে মাস খানেক আগে কাজে যোগ দেন। তবে, দিন তিনেক আগে হঠাৎ করে কাজ ছেড়ে চলেও যান। গতকাল ওই মহিলা জীবন কৃষ্ণ বাবুকে ফোন করে জানান যে, একটা কাজের মেয়ের সন্ধান পাওয়া গিয়েছে। সে একা থাকে। তাই তাকে নিয়ে আসতে হবে। মহিলার কথায় বিশ্বাস করে জীবন কৃষ্ণ বাবু পরিচারিকাকে নিয়ে আসতে আজ ভোরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। কিন্তু সকাল ৯টা নাগাদ তিনি তাঁর ছেলে প্রসেনজিৎ পালকে ফোন করে জানান যে, কয়েকজন তাঁকে অপহরণ করে নিয়ে গিয়েছে। তিন লক্ষ টাকা মুক্তি পণ দিলে তবেই ছাড়বে।


আরও পড়ুন - Hooghly News: আরপিএফ কর্মীর চেষ্টায় জীবন বাঁচল দুই মহিলা যাত্রীর, ঘটনা ক্যামেরাবন্দি সিসিটিভিতে


বাবার কাছ থেকে অপহরণের খবর পেয়েই আর দেরি করেননি জীবন কৃষ্ণ বাবুর ছেলে। তিনি সঙ্গে সঙ্গে পোলবা থানায় গিয়ে ওসি বাপি হালদারের সঙ্গে যোগাযোগ করেন। সমস্ত ঘটনা খুলে বলেন। এরইমাঝে জীবন কৃষ্ণ বাবুর ফোন থেকে ফের ফোন করে টাকা পাঠাতে বলে অপহরণকারীরা। পোলবা থানার পুলিশ জীবন কৃষ্ণ বাবুর মোবাইলের টাওয়ারের লোকেশন দেখতে পান যে সেটি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এলাকায় রয়েছে। এরপর বৃদ্ধের ছেলে অপহরণকারীদের বলেন যে নেটওয়ার্কের সমস্যার কারণে টাকা ট্রান্সফার করা যাচ্ছে না। বলে আরও একটু সময় চেয়ে নেয়। এরইমধ্যে বাবার সঙ্গে ভিডিও কলেও কথা বলেন তিনি। 


এরইমাঝে তদন্তে পুলিশ জানতে পারে ভগবানপুর থানার গুরুগ্রামে নির্জন জায়গায় গাড়িতেই আটকে রাখা হয়েছে বৃদ্ধ ও তাঁর ড্রাইভারকে। পোলবা থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছে চারজন অভিযুক্তকে গ্রেফতার করে। সেখান থেকেই পুলিশের তৎপরতায় উদ্ধার হন ওই বৃদ্ধ। ধৃত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা রয়েছে। তদন্তকারীরা অভিযুক্তদের নিয়ে পোলবার উদ্দেশে রওনা দেন। জানা গিয়েছে, আগামীকাল চুঁচুড়া আদালতে তোলা হবে অভিযুক্তদের।