আরামবাগ : বালেশ্বর বিপর্যয় নিয়ে মোদি সরকারকে (Modi Government) নিশানা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কেন্দ্রকে একহাত নিয়ে অভিষেক বলেন, "সেন্ট্রাল ভিস্তায় ২০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু রেলে ৫০ কোটি টাকা খরচ করলে এত মানুষের প্রাণ যেত না।" তাঁর বক্তব্য, "বিজেপি ক্ষমতায় থাকলে অধিকার থেকে বঞ্চিত হবে মানুষ।" আজ আরামবাগে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে ১০০ দিনের-আবাসের কাজে টাকা নিয়েও কেন্দ্রকে তুলোধনা করেন তিনি।
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮। ওড়িশার বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি বহু মানুষ। মর্গে বেওয়ারিশ মৃতদেহের স্তূপ। ৮৩টি দেহ এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব। কিন্তু, কীভাবে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ? অন্তর্ঘাত নাকি গাফিলতি ? কীভাবে মেন লাইনের ট্রেন ঢুকল লুপ লাইনে ? রিলে রুমেই কি রহস্যের চাবিকাঠি ? উত্তরের খোঁজে সিবিআই তদন্তে নেমেছে। কিন্তু, ঘটনাকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে বিরোধীরা। এমনকী ঘটনার সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
CBI-কে দিয়ে বালেশ্বর দুর্ঘটনার (Balasore Train Accident) তদন্ত নিয়ে লাগাতার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজও তিনি বলেছেন, "বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা । CBI কী করবে ?" কেন্দ্রকে একহাত নেন তিনি। মমতা বলেন, "ক্রিমিনাল কেস হলে তো সিবিআই কিছু করবে। পুলওয়ামা দেখেননি। তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন । আজকেও ব্যাপারটা ধামাচাপ দেওয়ার জন্য, দুর্ঘটনার প্রকৃত তদন্ত হল না। সব সাফা হয়ে গেল ! কোনও প্রমাণ নেই।"
সেই সুরেই এবার সেন্ট্রাল ভিস্তার প্রসঙ্গ টেনে মোদিকে সরকারকে একহাত নেন অভিষেক। "রেলে ৫০ কোটি টাকা খরচ করলে এত মানুষের প্রাণ যেত না", বলে মনে করেন অভিষেক। এর পাশাপাশি তিনি বলেন, "আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনার ১০০ দিনের, আবাসের টাকা নিয়ে লড়াই করব। দু'মাস, চার মাস, ছয় মাস...যত সময় লাগুক, এক ছটাক জমি ছাড়ব না, যদি মানুষ চায়। এই টাকা আপনার কাছে আসা শুধু সময়ের অপেক্ষা। খালি আপনাকে মাঠে নামতে হবে। আপনি যদি মাঠে না নামেন, তাহলে ১ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ৫ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামে কোনও লাভ নেই। আর আপনি যদি রাস্তায় নামেন, তাহলে ১০ লক্ষ নরেন্দ্র মোদিও যদি চান, রাস্তায় নেমে আপনাকে আটকে দেবেন, তাঁর ক্ষমতা নেই । সাধ্য নেই।"