সৌরভ বন্দ্যোপাধ্যায়, ধনেখালি: ধনেখালিতে (Dhanekhali) তৃণমূল (TMC) নেতা খুনে, দলের প্রাক্তন পঞ্চায়েত (Panchayet) প্রধান-সহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। আরও কঠোর সাজার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন নিহতের পরিজনেরা। এখনও অধরা ৫ অভিযুক্ত।
তৃণমূল নেতা খুনে সাজা ঘোষণা আদালতের: ধনেখালির (Dhanekhali) তৃণমূলের পঞ্চায়েত উপ প্রধান মৃত্যুঞ্জয় বেরা (Mrityunjoy Bera) হত্যাকাণ্ডের, চার বছর পর দোষীদের সাজা ঘোষণা করল আদালত। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত (Chinsurah Court)। তবে দোষীদের আরও কঠোর শাস্তির দাবিতে, এদিন আদালত চত্বরে বিক্ষোভ দেখান, নিহত নেতার অনুগামী ও পরিবারের লোকজন।
২০১৮-র পঞ্চায়েত ভোটের পরই, খুন হন হুগলির ধনেখালির গোপীনাথপুর (Gopinath Panchayet) পঞ্চায়েতের বিদায়ী উপ প্রধান মৃত্যুঞ্জয় বেরা। ওই বছর ২৩ মে, বিডিও অফিস থেকে ফেরার সময় মৃত্যুঞ্জয় বেরার ওপর হামলা হয়।cপরিবারের অভিযোগ, তৃণমূলেরই বিরুদ্ধ গোষ্ঠীর সদস্যরা লাঠি, রড দিয়ে ওই তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করে। ২৫ মে হাসপাতালে মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের। সেই খবর এলাকায় পৌঁছতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোপীনাথপুর। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল একাধিক বাড়ি, দোকান-পাট, গাড়িতে। তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতা চিত্তরঞ্জন সাঁতরা-সহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার তাঁদের দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক। এদিন ফাস্ট ট্রাক কোর্টে, তাঁদের সাজা ঘোষণা করা হয়।
আরও কঠোর সাজার দাবি: এদিকে আদালতের বাইরে, তৃণমূলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন নিহতের পরিজনরা। যা নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। এদিন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দু সিংহ রায় বলেন, “দল থেকে কেউ বিক্ষোভ দেখায়নি। স্থানীয় ক্লাবের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছে। আমরা পরিবারের সাথে আছি, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাঁদের শাস্তি দরকার।’’ তৃণমূল নেতা খুনে এখনও অধরা ৫ অভিযুক্ত। অশান্তি এড়াতে এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে।
এদিকে ভোল বদলে রং মিস্ত্রি হয়েও হল না রক্ষা । ক্যানিংয়ে তিন তৃণমূল নেতা খুনের ঘটনায়, কেরলের কোঝিকোড় থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল এরাজ্যের পুলিশ। এই নিয়ে পুলিশের জালে ধরা পড়ল মোট তিন জন। FIR-এ নাম থাকা চারজন এখনও অধরা।
আরও পড়ুন: Bankura : পদহারা তৃণমূল নেতাদের বিজেপিতে আহ্বান সৌমিত্র-র, পাল্টা কটাক্ষ শাসক শিবিরের