সোমনাথ মিত্র, তারকেশ্বর: শক্তি বাড়িয়ে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের (Bangladesh) পাশাপাশি পশ্চিমবঙ্গের (West Bengal) জেলাগুলিতেও। ইতিমধ্যে সমুদ্র ও নদী উপকূলবর্তী এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের বিভিন্ন আশ্রয় শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। বিমান পরিষেবা বন্ধ করার পাশাপাশি বাতিল করা হয়েছে অনেক লোকাল ও দূরপাল্লার ট্রেন। দিঘা, তাজপুর ও মন্দারমণি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সমুদ্র সৈকতে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। চারিদিকে মাইকিং করে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ। বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরাও নিজের নিজের এলাকায় থেকে মানুষের প্রয়োজনে আসার চেষ্টা করছেন। যাঁরা কাঁচা বাড়িতে থাকে তাঁদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
রবিবার সকালে এই একই দৃশ্য দেখা গেল হুগলি জেলার তারকেশ্বর ব্লকে। ওই এলাকার অন্তর্গত সন্তোষপুর, কেশবচক ও তালপুর পঞ্চায়েতের দামোদর নদের বাঁধ সংলগ্ন এলাকায় কাঁচা বাড়িতে বসবাসকারী একাধিক পরিবারকে আশ্রয় শিবিরে সরানো হচ্ছে। তারকেশ্বর ব্লকের সন্তোষপুর বিশালাক্ষী উচ্চ বালিকা বিদ্যামন্দিরে তৈরি হওয়া অস্থায়ী আশ্রয় শিবিরে সরিয়ে আনা হচ্ছে তাদের।
আরও পড়ুন: Bangaon News: বিএসএফের বড় সাফল্য, ভারত-বাংলাদেশ সীমান্তে ১২ কোটির সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারী
প্রশাসন সূত্রে জানা গেছে, তারকেশ্বর বিধানসভার ১৫টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৫টি শিবির খোলা হয়েছে রেমাল মোকাবিলায়।আশ্রয় শিবির গুলিতে ব্যবস্থা থাকছে শুকনো খাবার,পর্যাপ্ত পানীয় জল এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে বিকল্প আলোর ব্যবস্থা । এছাড়াও প্রত্যেক পঞ্চায়েত এলাকায় একটি করে বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত থাকবে এবং প্রতিটি পঞ্চায়েত রাতেও খোলা থাকবে। প্রতিটি এলাকার জন প্রতিনিধিদের সাধারণ মানুষের পরিষেবায় সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়।
প্রসঙ্গত উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে এলাকাগুলিতে পরিস্থিতি খারাপ হবে সেখানে সাহায্য করার জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। বিদ্যুৎ বিপর্যয় হলে তা জানানোর জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে বিদ্যুৎ দফতরও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।