সোমনাথ মিত্র, হুগলি: আজ সিঙ্গুরে (Singur) কৃষক আন্দোলন (Farmer Protest) শুরু করছে বিজেপি (BJP)। কিন্তু ধর্না মঞ্চ তৈরি নিয়ে কাটল না জটিলতা। পুলিশের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগে ফের সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি আবেদনই করেনি, জানিয়েছেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার। বিজেপিকে কটাক্ষ করেছে শাসক দল। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, পুলিশ কিছু না কিছু ভাবে আটকাবেই। তার মধ্যেও রীতিনীতি মেনে আন্দোলন করতে হবে।
বিজেপির কিষাণ মোর্চার ডাকে আজ সিঙ্গুরে ধর্না অবস্থান। যদিও এখনও ধর্না মঞ্চ বাঁধার কাজ শুরু হয়নি। পুলিশের দাবি, গতকাল বিকেল পর্যন্ত বিজেপি এই কর্মসূচির জন্য কোনও আবেদনপত্র জমা দেয়নি। এরপর গতকাল রাতে সিঙ্গুর থানায় বিজেপির তরফে ওই আবেদপত্র জমা দেওয়া হয়। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ।
বাংলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে না দাঁড়ানোর অভিযোগে, তৃণমূল সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলনের পথে নামছে গেরুয়া শিবির। মঙ্গলবার থেকে সিঙ্গুরে ধর্নার ডাক দিয়েছে বিজেপি।
নেতৃত্বে ভারতীয় জনতা কিষাণ মোর্চা। মঙ্গলবার সকালে ২ নম্বর জাতীয় সড়কের ধারে মঞ্চ করে ধর্না শুরু হওয়ার কথা। কিন্তু, ধর্না মঞ্চ তৈরি নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে। রবিবারের পর সোমবারও পুলিশের বিরুদ্ধে মঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির।
ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের কথায়, জাতীয় সড়কের থেকে অনুমতি নিয়েছি। স্থানীয় প্রসনকে লিখিত অনুমতি চেয়েছি। কিন্তু পুলিশ সহযোগিতা করছে না মঞ্চ তৈরি করতে দেয়নি।
যদিও হুগলি গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন, বিজেপির তরফে কোনও লিখিত আবেদনপত্র জমা দেওয়াই হয়নি। এনিয়ে গেরুয়া শিবিরকে পাল্টা কটাক্ষ করেছে শাসক দল।
সিঙ্গুরের তৃণমূল নেতা অমিয় ধাড়া জানান, অনুমতি নেওয়ার জন্য বিজেপির কোনও নেতাই নেয় সিঙ্গুরে। ওদের দুরবীন নিয়ে খুজতে হবে। সঠিক কাগজ দিলে প্রশাসন বিবেচনা করত।
৩৪ বছরের বাম সরকারের অবসান ঘটিয়ে তৃণমূলের সরকারে আসার নেপথ্যে সিঙ্গুরের আন্দোলনের বড় ভূমিকা ছিল। এবার কৃষকদের নিয়ে আন্দোলনের জন্য সেই সিঙ্গুরকেই বেছে নিয়েছে বিজেপি। অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।