সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কালী মন্দির (kali temple) থেকে চুরি (theft) গেল সোনা (gold) ও রুপো-সহ (silver) নগদ ছ'হাজার টাকা। মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, চুরি দাওয়া অলঙ্কারের পরিমাণ প্রায় সাত ভরি।  হুগলির (Hooghly) চুঁচুড়া (chinsurah)পুরসভার ২৭ নম্বর ওযার্ডের দিয়ানজি বাগানের বড় কালী মন্দিরের ঘটনা। চুরির খবর ছড়ানোর পর থেকেই এলাকায় তুমুল চাঞ্চল্য।


কী হয়েছে?
স্থানীয়দের একাংশের অভিযোগ, গত কাল মাঝ রাতে ঘটনাটি ঘটেছে। নির্দিষ্ট করে বললে, চুরি হয়েছে সম্ভবত রাত দুটোর পর। মন্দিরের দায়িত্বে থাকা হারু ধারার দাবি, 'এর আগে আমাদের এখানে কোনও মন্দিরে চুরি হয়নি। কিন্তু হঠাৎ দেখা গেল আমাদের মন্দিরে মায়ের গলা থেকে সোনার হার, মাথার টিকলি, কানের দুল, নাকের নথ সব উধাও। এমনকী প্রণামির বাক্সটাও গায়েব।' মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ধারণা, কোনও দুষ্কৃতীই এর নেপথ্যে। বড় কালী মন্দিরে এত বড় চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়দের আর্জি একটাই। যে কোনও ভাবে হোক দোষীদের খুঁজে বের করে শাস্তি দিক প্রশাসন। 


জেলায় জেলায় মন্দিরে চুরি...
গত মার্চেই যেমন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক মন্দিরে চুরির চেষ্টা চলে বলে অভিযোগ। হাতেনাতে ধরা পড়েন অভিযুক্তরা। তার পরই গণপিটুনি স্থানীয়দের। জনরোষের হাত থেকে ৮ জনকে উদ্ধার করে পুলিশ। ৬ মহিলা-সহ ৮ জনকে গ্রেফতারও করা হয়। তার মাসদুয়েকের মাথায়, উত্তর ২৪ পরগনার নিমতায় কালী মন্দিরেঅ লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগ ওঠে। সিসি ক্যামেরায় মন্দিরের তালা খোলার ছবিও ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, রাত ২টো নাগাদ পিঠে ব্যাগ নিয়ে এক যুবক কালী মন্দিরের গেটের তালা খুলছে। অভিযোগ, ভিতরে ঢুকে ভেঙে দেওয়া হয় মন্দিরের ৩টি সিসি ক্যামেরা। বিগ্রহের সোনার গয়না ও মন্দিরের রুপোর বাসন-সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী খোয়া যায় বলে অভিযোগ। 
আবার মাসদুয়েকের ব্যবধান। এবার ঘটনা হুগলির চুঁচুড়ায়।


আরও পড়ুন:"তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি", নিয়োগ-দুর্নীতিতে বিশিষ্টদের ভূমিকায় প্রশ্ন রুদ্রনীলের