সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: উত্তরপাড়ায় গ্রেফতার মহারাষ্ট্রের সোনা স্মাগলার। উদ্ধার একশো দশ গ্রাম সোনা, নগদ ১৪ লক্ষ টাকা। চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়া থানার (Uttarpara Police Station) বিপরীতে একটি ভাড়া ঘরে চলত এই স্মাগলিং (Smuggling Case)। আসল সোনার সঙ্গে খাদ মিশিয়ে তৈরি হত নকল সোনার বার (Gold Bar)।


সূত্র মারফত বেআইনি এই কারবারের খোঁজ পেতেই তল্লাশি চালায় পুলিশ।উদ্ধার হয় সোনা ও নগদ টাকা।উত্তরপাড়া পুরসভার পাশে একটি আবাসনের তিনতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত মহারাষ্ট্রের সাঙলি জেলার বাসিন্দা সৌরভ রামেশ্বর ও তার ভাই সুশাত মহেশ্বর। আরও দুজন কর্মচারী ছিল তাঁদের।সৌরভের স্ত্রী সানিকা সৌরভ মোরে জানিয়েছেন, 'তাঁর স্বামী ও দেওর উত্তরপাড়ায় থাকত। তিনি দিন কুড়ি আগে আসেন। সোনা গলানোর কারবার তাঁদের অনেক দিনের। পুলিশ এসে তাঁর স্বামী ও দেওরকে ধরে নিয়ে যায়। ফ্ল্যাট থেকে কিছু পায়নি।'


মহারাষ্ট্রের চারজন-সহ মোট ছয়জনকে গ্রেফতার করে শুক্রবার শ্রীরামপুর আদালতে (Court) পেশ করে ছয় দিনের হেফাজতে নেয় উত্তরপাড়া থানার পুলিশ।চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, বেআইনি সোনার কারবার করত অভিযুক্তরা। এই কারবারে আর কারা রয়েছে ? তা দেখা হচ্ছে।


 বিমানবন্দরই হোক কিংবা সীমান্তেই পাচারের ঘটনা হোক, প্রায় নিত্যদিন প্ল্যান বদলাচ্ছে পাচারকারীর দল। কখনও পেনের রিফিল আবার কখনও টেবলেট বানিয়ে গিলে ফেলার ঘটনাও প্রকাশ্যে এসেছে অতীতে। তবে সীমান্তে উদ্ধার হল সোনার বিস্কুট। এই ঘটনাটা সেই অর্থে তেমন ব্যাতিক্রমী না হলেও,  বড় ফারাক একটা রয়েই গিয়েছে। আর সেই ঘটনাই কার্যত প্রশ্ন তুলে ধরেছে। টাকার লোভে এবার খোদ একজন রাজমিস্ত্রি হয়ে উঠেছে সোনা পাচারকারী।


আরও পড়ুন, 'যৌন নির্যাতনের শিকার যাদবপুর পড়ুয়া ! ফাঁসি হোক দোষীদের..', মন্তব্য কমিশনের


সম্প্রতি সীমান্তে সোনাপাচারকারীদের পর্দাফাঁস করেছিল বিএসএফ। জানা গিয়েছে, বিএসএফ-র হাতে ধৃত ওই পাচারকারীর থেকে ১৮৩১.৯৫ গ্রাম ওজনের ১৫ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। সোনার আন্তর্জাতিক বাজারে মূল্য আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা। মূলত, জওয়ানরা, বিএসএফ-এর গোয়েন্দা বিভাগ থেকে তথ্য পেয়েছিল যে, তাঁদের এলাকা থেকে সোনা পাচার হতে চলেছে। তথ্যের ভিত্তিতে, জওয়ানরা ফিরোজপুর গ্রামের দিক থেকে একটি মোটরসাইকেলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখেন।এরপরেই জওয়ানরা চোরাচালানকারীকে ঘটনাস্থলেই আটক করে।