সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হুগলির চণ্ডীতলায়  অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনায় আহত হয়েছেন  চারজন। আঁইয়া হাসপাতাল থেকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এক প্রসূতিকে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। 


Kolkata: মানিকতলায় অটোর মধ্যে উদ্ধার সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জন


চন্ডীতলা-২ ব্লকের বিডিও অফিসের সামনে অহল্যা বাই রোডে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের।ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধবী পন্ডিত(৩৫) নামে এক মহিলার।অ্যাম্বুলেন্স চালক ও তিন যাত্রী আহত হযন।তাঁদের চন্ডীতলা গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
জানা গেছে জাঙ্গীপাড়ার রামহাটি গ্রামে বাড়ি অ্যাম্বুলেন্স সওয়ারিদের।আজ সকালে প্রসূতিকে চন্ডীতলার আঁইয়া হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রেফার করা হয়।হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দূর্ঘটনা ঘটে।লরিটিকে আটক করেছে পুলিশ।চালক পলাতক।


Kolkata: অনলাইন লটারির ব্যবসার আড়ালে জুয়ার আসর, কলকাতায় গ্রেফতার ৫


উল্লেখ্য, গত বছরের জুন মাসে  করোনা আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি অ্যাম্বুল্যান্স। ওই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছিল। গুরুতর জখম হয়েছিলেন ২ করোনা আক্রান্ত। ওই দিন দুই করোনা আক্রান্তকে নিয়ে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে যাওয়ার পথে সকাল ৭টা নাগাদ মেচোগ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্স চালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল দুই করোনা আক্রান্তকে। ট্রাকের চালক ও খালাসি ঘটনার পর পালিয়ে গিয়েছিলেন। 


কয়েকদিন আগেই বাঁকুড়ায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যাঙ্ক কর্মীর। ঘটনাটি ঘটেছিল বাঁকুড়া সদর থানার বাঁকুড়া- খাতড়া রাজ্য সড়কের চতুরডিহি এলাকায়। পুলিশ জানিয়েছিল, মৃতের নাম দিব্যেন্দু শেখর পাত্র ( ৪৪)। একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের  ক্যাশিয়ার ছিলেন তিনি।  স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে শুনুকপাহাড়ী ব্যাঙ্কে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। মোটর বাইকে যাবার পথে বাঁকুড়া - খাতড়া রাস্তায় চতুরডিহি এলাকায়  খাতড়ামুখী একটি  বাস তাঁকে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিতসকরা মৃত বলে ঘোষনা করে। বাসটিকে আটক করা হয়। বাসের চালক ও খালাসিকেও আটক করা হয়েছিল।