সৌরভ বন্দ্যোপাধ্যায়, চাঁপদানি (হুগলি): অভিনব কৌশলে মায়ের কোল থেকে শিশু চুরি (Child Theft)। এমনই ঘটনা ঘটল হুগলির (Hooghly) চাঁপদানি (Chapdani) বাজারে। অভিযোগ পাওয়ার একদিনের মধ্যেই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ (Police)। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই শিশুর পরিবার।    গত মঙ্গলবার বিকালে চাঁপদানি বাজার এসেছিলেন এক মহিলা। সঙ্গে ছিল তাঁর  শিশুসন্তান। বয়স প্রায় একমাস।  গঙ্গা পুজোর বাজার করতে চাঁপদানি বাজারে এসেছিলেন মা। 


যখন জিনিসপত্র কেনাকাটা করছিলেন, তখন এক অচেনা মহিলা তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। বলেন, আপনার অসুবিধা হচ্ছে।  বাচ্চাকে দিন, আমি ধরছি, আপনি বাজার করুন। সরল বিশ্বাসে শিশু সন্তানকে ওই মহিলার কোলে তুলে দেন তিনি। এরইমধ্যে চাদর কেনার সময় তিনি তাকিয়ে দেখেন সেই মহিলা নেই। তাঁর অন্যমনস্ককার সুযোগ নিয়ে শিশুকে নিয়ে কখন চম্পট দিয়েছে ওই মহিলা।


মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। সারা বাজার উদভ্রান্তের মতো খোঁজাখুঁজি করেও ওই মহিলা বা সন্তানের কোনও হদিশ পাননি। শেষপর্যন্ত  শিশুটির মা চাঁপদানি ফাঁড়িতে এসে সব ঘটনা জানান। সেখানে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।  ২৪ ঘন্টার মধ্যে শিশুটি উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার  করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট।


শিশু চুরির ঘটনায় সমগ্র এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিশুটি নিরাপদে উদ্ধার হওয়ায় ও অভিযুক্ত ধরা পড়ায় স্বস্তি পেয়েছেন সবাই।


এদিকে, হাওড়ায় শিশুর রহস্যমৃত্যুর ঘটনায় সৎ বাবাকে গ্রেফতার করল পুলিশ। স্ত্রীর প্রথমপক্ষের সন্তানকে মেনে নিতে আপত্তি ছিল, তাই খুন। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সৎ বাবা, এমনই খবর পুলিশ সূত্রে। ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।বুধবার ঘটনাস্থলে যান ফরেন্সিক আধিকারিকরা। ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ধৃত উমেশ দ্বিবেদী মঙ্গলবারও দাবি করেন, তিনি ছেলেকে খুঁজে পাচ্ছেন না।পুলিশ সূত্রে দাবি, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই ভেঙে পড়েন মৃত শিশুর সৎ বাবা উমেশ দ্বিবেদী। শিশুটিকে রিজার্ভারে ঠেলে ফেলে খুনের কথা কবুল করেন তিনি।