সোমনাথ মিত্র, ধনিয়াখালি : ফের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। এবার রেলে চাকরি দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল। ঘটনায় এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে ধনিয়াখালি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নিশিকান্ত জানা।
পুলিশও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালি থানার দশঘড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন । গত ২০২৩ সালের জুলাই মাসে ধনিয়াখালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তিনি জানান যে, নিশিকান্ত জানা ও সোমা জানা নামে স্থানীয় এক দম্পতি সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে কয়েক দফায় ১০ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু, কয়েক মাস কেটে যাওয়ার পরেও তাঁরা চাকরি দিতে পারেননি। তাই, টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে দু'টি চেক প্রদান করেন। যা পরবর্কাতীলে বাউন্স হয়। এই পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে আবেদন জানান জাকির হোসেন।
ঘটনার তদন্তে নেমে তদন্তকারী পুলিশ আধিকারিক সোমা জানা ও তাঁর স্বামী নিশিকান্ত জানার বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেন। গতকাল হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকা থেকে নিশিকান্ত জানাকে গ্ৰেফতার করে পুলিশ।
অভিযোগকারী জাকির হোসেনের দাবি, দশঘড়া অঞ্চলে এক মহিলা নিজে রেলে কাজ করেন বলে এলাকায় প্রচার করেন। সেই সঙ্গে টাকার বিনিময়ে সরকারি প্রতিষ্ঠান চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। সেই মতো ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রথমে ৫ লক্ষ টাকা, তার পর ধাপে ধাপে মোট ১০ লক্ষ টাকা মহিলা ও তাঁর স্বামীকে দেন তিনি । কিন্তু চাকরি দিতে না পারায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্তরা। সেটাও দিতে না পারায় থানার দ্বারস্থ হয়েছি।
যদিও নিশিকান্ত জানার দাবি, তিনি টাকা নেননি। এভাবে কাউকে টাকা দেওয়া অন্যায়।
গত বছর অক্টোবর মাসে চাকরি দেওয়ার নামে ও ব্যবসা করার অছিলায় টাকা নিয়ে প্রতারণার অভিযোগ (Fraud Case) ওঠে। ৩৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। মালদার হবিবপুরে অভিযুক্তকে পোস্টে বেঁধে রাখে স্থানীয়রা। ব্যবসার টাকা নেওয়ার কথা স্বীকার করলেও চাকরির প্রতিশ্রুতির কথা অস্বীকার করেন অভিযুক্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে