সত্যজিৎ বৈদ্য, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, জাঙ্গিপাড়া (হুগলি) : পুলিশে আস্থা নেই। হুগলির জাঙ্গিপাড়ায় (Jangipara) নাবালিকার রহস্যমৃত্যুর (Mysterious Death of Minor Girl) ঘটনায় সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি জানাল মৃতের পরিবার (Family of Deceased Girl)। এদিকে, যে সাইকেল নিয়ে দশমীর দিন বেরিয়েছিল নাবালিকা, এখনও খোঁজ মেলেনি তার। রবিবার দিনভর ডুবুরি নামিয়ে, ড্রোন উড়িয়ে ঘটনাস্থলের চারপাশে তল্লাশি চালাল পুলিশ।
লক্ষ্মীকে হারিয়ে শ্রী-হীন জাঙ্গিপাড়া-
রবিবার কোজাগরী লক্ষ্মী পুজো (Laxmi Puja) ৷ ধন-সমৃদ্ধি, লক্ষ্মীশ্রীর আশায় বাংলার ঘরে ঘরে যখন কোজাগরী আরাধনা... তখন ঘরের লক্ষ্মীকে হারিয়ে শ্রী-হীন হুগলির জাঙ্গিপাড়া। দশমীর রাতে ভাইবোনের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল ১২ বছরের মেয়েটি। আর ফেরেনি। ৩ দিনের মাথায় বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে বাঁশ বাগানের ভিতর একটি ডোবায় মিলেছে তার দেহ।
বেশ ক’টা দিন পেরিয়ে গেছে। এখনও নাবালিকার রহস্যমৃত্যুর কিনারা করতে পারেনি পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম।অভিযোগ, দশমীর রাতে অভিযোগ জানাতে গেলে পুলিশ কর্মীরা সহযোগিতা তো করেনইনি, উল্টে হাসি-মস্করা করেন। নাবালিকার মা জানান,
মেয়ে বিয়ে করেছে বলে দাবি করে মিষ্টি খাওয়াতে বলেন পুলিশ কর্মীরা।
হরিদেবপুর থেকে জাঙ্গিপাড়া । একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। জাঙ্গিপাড়ার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে CBI তদন্তের দাবিতে সরব হল পরিবার। নাবালিকার বাবা বলেন, দোষীদের শাস্তি চাই। সিবিআই চাই।
কিন্তু কী করে ঠাকুর দেখতে বেরিয়ে নির্জন ওই বাঁশ বাগানে গেল নাবালিকা ? যে সাইকেল নিয়ে দশমীর দিন নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিল, খোঁজ মিলছে না সেই সাইকেলটিরও। তার খোঁজে রবিবার সকাল থেকে তল্লাশি শুরু করে পুলিশ। আশপাশের জলাশয়ে নামানো হয় ডুবুরি।
ওড়ানো হয় ড্রোন। স্থানীয় সূত্রে খবর, ডোবার পাশে দেখা মিলেছে ২ জোড়া জুতোর। যে রাস্তায় সচরাচর কেউ যান না, সেখানে ডোবার পাশে ২ জোড়া জুতো এল কোথা থেকে ? কে নাবালিকাকে নির্জন ওই বাঁশ বাগানে নিয়ে গেল তা নিয়েও প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে খবর, খুন না কি অন্য কোনওভাবে মৃত্যু ? ঘটনার নেপথ্যে কী কারণ? ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন ; নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যু, ধুন্ধুমার জাঙ্গিপাড়ায়