সত্যজিৎ বৈদ্য, সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তুলকালাম। জেলা কংগ্রেস নেতৃত্বকে মৃত নাবালিকার বাড়িতে যেতে বাধা স্থানীয়দের। কংগ্রেস নেতাদের রীতিমতো তাড়া করেন তাঁরা। স্থানীয়দের দাবি, মৃত্যু নিয়ে তাঁরা রাজনীতি চান না। কুত্সার রাজনীতি চায় না মানুষ, আক্রমণ তৃণমূলের। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পাশাপাশি, এদিন জাঙ্গিপাড়া থানায় যায় বিজেপির প্রতিনিধিদল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের আশঙ্কা প্রকাশ বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।


হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যু: অন্যদিকে, মৃত নাবালিকার পরিবারের দাবি, দশমীর দিন সাইকেল নিয়ে বেরিয়েছিল ১২ বছরের বালিকা। দেহ উদ্ধার হলেও তার সাইকেলের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেখানে তথ্য প্রমাণের জন্য তল্লাশি শুরু হয়েছে। আজ সকাল থেকে আশপাশের জলাশয়ে ডুবুরি নামিয়ে খোঁজ সাইকেলের চালাচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ। ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। পাশাপাশি, পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে নাবালিকার মৃত্যুর কারণ। 


এদিন দেহ উদ্ধারের ধুন্ধুমার কাণ্ড ঘটে। ঘটনাস্থলে প্রথমে যান কংগ্রেসের নেতৃত্ব। কিন্তু নাবালিকার বাড়িতে যাওয়ার আগেই তাঁদের বাধা দেওয়া হয়। রুখে দাঁড়ান গ্রামবাসীরা। রীতিমতো তেড়ে যান তাঁরা। স্থানীয়দের সাফ কথা, এই মৃত্যু নিয়ে কোনওরকম রাজনীতি চান না তাঁরা। বাধার মুখে শেষপর্যন্ত পড়ে কংগ্রেস নেতৃত্ব চলে যান। এক গ্রামবাসীর কথায়, "আমরা কোনও রাজনীতি চাই না। এসপি এই কেসের দায়িত্ব নিয়েছেন। উনিই দেখছেন।'' বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, "পুলিশ যা বলছে তা মানা যায় না। পুলিশ বলছে আরও ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। দশমীতেই পরিবার জানিয়েছে, মেয়েটি নিখোঁজ। সেই সময় খোঁজ নেওয়া শুরু করলে আজ হয়ত মেয়েটি বেঁচে থাকত। আইনি লড়াইয়ে পাশে থাকতে চাইছি পরিবারের। কিন্তু যেতে বাধা দিচ্ছে পুলিশ।'' এদিন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী বলেন, বিরোধীরা আন্দোলন করবে, শাসক দলের ভুল থাকলে তা বলবে, গঠনমূলক সমালোচনা করবে, পরামর্শ দেবে সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু এরাজ্যের বিরোধী দলগুলির কাজ অপপ্রচার, কুৎসা করা। তাই তাদের কোনও গ্রহণযোগ্যতা নেই।''


আরও পড়ুন: Job Seekers Agitation: কবে মিলবে হকের চাকরি? কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর আরাধনায় চাকরিপ্রার্থীরা