সৌরভ বন্দ্যোপাধ্যায়, হিন্দমোটর : নতুন কায়দায় কেপমারি হিন্দমোটরে ! একটি ওষুধের দোকানে ঘটনাটি ঘটে। সেই ছবি ধরাও পড়ল সিসি ক্যামেরায়। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে এলাকায়।
কী ঘটনা ?
হিন্দমোটর বি বি স্ট্রিটে ওষুধের দোকান রয়েছে জনৈক মনোজ মুখোপাধ্যায়ের। আজ সকালে তাঁর বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন। একজন প্রৌঢ় ওষুধ কিনতে আসে। তাকে ওষুধ দিয়ে দেন। তারপর আরও একজন ক্রেতা আসে। বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যায় সে।
এরপর দোকান ঝাঁট দেওয়ার জন্য বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন, দোকানের সামনে খুলে রাখা তাঁর এক পাটি জুতো নেই। সেই সময় এক যুবক এসে তাঁকে বলে, কুকুরে জুতো নিয়ে গেছে ওই দূরে। বৃদ্ধ জুতো খুঁজতে যান দোকান ফাঁকা রেখে। সেই যুবক তাঁর পিছনে যায়। ফাঁকা দোকানে সে সময় আসে সেই প্রৌঢ় যে দোকান খোলার সময় ওষুধ নিতে এসেছিল। দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় সে।
দোকান মালিক মনোজ মুখোপাধ্যায় বলেন, "একটা গ্যাং এই কেপমারি করছে। সকালে বাবা দোকান খুলতে আসে। তখনই তারা টার্গেট করে। ওষুধ কেনার অছিলায় ক্যাশ বাক্স কোথায় সেটা দেখে যায় একজন। আরেক জন এসে জুতো সরায়। আরেক জন এসে বলে কুকুরে জুতো নিয়ে গেছে। তারপর বাবা দোকান ফাঁকা রেখে জুতো খুঁজতে যেতেই ক্যাশ বাক্স সাফ করে যায়। হাজার দশেক টাকা ছিল বাক্সে। এই ঘটনায় খুব আতঙ্কে আছি। নিরাপত্তার অভাব বোধ করছি। পুলিশে অভিযোগ করব।"
দমদমে লুঠ !
দিনকয়েক আগে লুঠের ঘটনা ঘটে দমদমের বিবেকানন্দ পল্লি এলাকায়। দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। গৃহকর্ত্রীর জামাই রাতে কাজে বেরিয়ে যান। গৃহকর্ত্রী ও তাঁর মেয়ে অন্য ঘরে শুয়েছিলেন। অভিযোগ, মেয়ের ঘরের তালা ভেঙে সোনার গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা। আরও ৩টি বাড়িতে তালা ভাঙার চেষ্টা হয়। একটি বাড়িতে তালা ভাঙতে না পেরে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দুষ্কৃতীরা পালায়। আরেকটি বাড়িতে মই লাগিয়ে ছাদ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। তৃতীয় বাড়িতে ছিটকিনি ভেঙে ঢুকে ২টি মানি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়। একের পর এক চুরি-ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।