হুগলি: সাতসকালে ব্যান্ডেলে স্কুলের মাঠে বোমা। নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের সামনে ৩টি তাজা বোমা (Bomb Rescue)। স্কুল শুরুর আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক। খবর পেয়ে বোমা উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা তৃণমূলের, দাবি বিজেপির। শাসক শিবিরের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


বিস্ফোরণে দুই কিশোরের জখম হওয়ার ৪ দিনের মাথায় কুলপিতে ফের তাজা বোমা উদ্ধার হয়। পুলিশি অভিযানে উদ্ধার হয় ২৪টি তাজা বোমা ! তারপর গতকাল ফের ছামনাবনি গ্রামে তল্লাশি চালায় পুলিশ। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় ২৪টি তাজা বোমা। বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। দিন পাঁচেক আগেই দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে (Bomb Blast) জখম হয় দুই কিশোর। কালভার্টের তলায় রাখা ছিল বোমা। অজান্তে তা তুলে নিয়ে ছুড়তেই বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই ঘটনায় মোট ৬জনকে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। সাঁইথিয়া, কেশপুর, মিনাখাঁর পর কুলপি। বোমা ফেটে অঙ্গহানি এবং মৃত্যু চলছেই ! রেহাই পাচ্ছে না ছোটরাও ! বুধবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা ফেটে প্রাণ যায় ন’বছরের এক বালিকার। এরপর দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয় দুই কিশোর। আর এহেন পরিস্থিতির মাঝেই ব্যান্ডেলে স্কুলের মাঠে বোমা উদ্ধারের ঘটনায় ফের উত্তাল রাজ্য-রাজনীতি। 


বুধবার দুপুরে হঠাৎই বোমার শব্দে কেঁপে ওঠে কুলপি থানা এলাকার ছামনাবনি গ্রাম। স্থানীয় সূত্রে খবর, এই কালভার্টের উপরে বসে ছিল কয়েকজন কিশোর। কালভার্টের নীচে প্লাস্টিকে মোড়া কিছু একটা জিনিস দেখতে পায় তারা। কৌতুহলের বশে একজন সেটি তুলে নিয়ে, কালভার্টের দেওয়ালে ছুড়ে মারে। তখনই প্রচণ্ড শব্দে ফেটে যায় সেই জিনিসটি। গুরুতর জখম হয় দুই কিশোর।  পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, কৌটো বোমা ফেটে জখম হয়েছে দুই কিশোর। তাদের শরীরে বিভিন্ন জায়গায় রয়েছে স্পিলন্টারের ক্ষত।


আরও পড়ুন, ওন্দার বিজেপি বিধায়কের 'পৃথক রাঢ়বঙ্গ'-র দাবি খারিজ দিলীপের


এর আগে ২৫ অক্টোবর, কাঁকিনাড়ায় রেললাইনের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হয় ৭ বছরের এক শিশুর। বিস্ফোরণে হাত উড়ে যায় ১০ বছরের এক বালকের। ২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের মজুত বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। গত সোমবার, সাঁইথিয়ায় গ্রাম দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠী-বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। সেখানেও গুরুতর জখম হয় ১৪ বছরের কিশোর। আর বুধবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় মামা বাড়িতেই বোমা ফেটে মৃত্যু হয় নাবালিকার। আরও কতবার এইভাবে সন্ত্রাসের বলি হবে শৈশব ? প্রশ্ন উঠছে এই ঘটনা ঘিরে।