সৌরভ বন্দ্যোপাধ্যায়, বলাগড়: বাবাকে খুনের (Killed) অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সূত্রের খবর, পারিবারিক বিবাদের (Family Conflict) জেরে ধারালো ছুরি নিয়ে চড়াও হয় ছেলে। ছুরির আঘাতেই মৃত্যু (Death) হয় বাবার। শুধু তাই নয়, ঘটনায় আহত হয়েছেন সৎ মা। ঘটনাটি ঘটেছে জিরাট বাসস্ট্যান্ড (Zirat Bus Stand) সংলগ্ন এলাকায়।


বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে: ব্যবসায়ী রামকৃষ্ণ সাহার বাড়িতে চলতি মাসেই ভাড়া থাকতে শুরু করেন চন্দকান্ত সাহা ও তাঁর স্ত্রী অঞ্জনা সাহা। পুলিশ সূত্রে জানা যায়, বাবার দ্বিতীয়পক্ষের স্ত্রীকে মা হিসেবে মেনে নিতে পারেনি ছেলে নিলকান্ত সাহা। মঙ্গলবার রাতে ছেলে নিলকান্ত ভাড়া বাড়িতে এসে চড়াও হয় বাবা ও সৎ মায়ের উপর। হাতে ধারালো ছুরি নিয়ে বাবা ও মায়ের শরীরে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। সূত্রের খবর, তাঁদের চিৎকারে বাড়ি মালিক ও প্রতিবেশীরা ছুটে আসে। বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে নীলকান্ত সাহা। চন্দকান্ত ও তাঁর স্ত্রী অঞ্জনা সাহাকে জিরাট আহম্মদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে, হাসপাতালে আনার পর চন্দকান্ত সাহা (৬৫) কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্ত্রী অঞ্জনা সাহার শ্বাসনালি কেটে যায়। চিকিৎসকরা পাইপের মাধ্যমে কৃত্তিম ভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করেছেন। পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে (Chinsurah Imambara District Hospital) রেফার করা হয়।


ধারালো ছুরি দিয়ে খুনের অভিযোগ: বাড়ির মালিক রামকৃষ্ণ সাহা জানান, “আমার মোবাইলের ব্যবসা। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় অশান্তি হতে দেখি। নিমেষের মধ্যেই এই ঘটনা ঘটে যায়। আমরা বিশ্বাস করতে পারছি না এমন ঘটনা ঘটতে পারে।’’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে দুজনকে ব্যক্তিকে ক্ষত বিক্ষত অবস্থায় হাসপাতালে আনা হয়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা ছিল চন্দকান্ত সাহার। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর স্ত্রী আঞ্জনা সাহার অবস্থা  গুরুত্বর। ছুরি চালানোর ফলে শ্বাসনালি কেটে গিয়েছে। তাঁকে রেফার করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে। অভিযুক্ত নিলকান্ত সাহাকে বলাগড় স্টেশন থেকে গ্রেফতার করেছে বলাগড় থানার পুলিশ।


আরও পড়ুন: ঘর অগোছাল বঙ্গ বিজেপির ? জল্পনা উস্কে দিল সুকান্ত আর দিলীপের এই মন্তব্য