ভদ্রেশ্বর : আবহাওয়ার সঙ্গেই পাল্লা দিয়ে চড়ছে লোকসভা ভোটের পারদ। এবার লকেট চট্টোপাধ্য়ায়কে ঘিরে উত্তেজনা ছড়াল। ভদ্রেশ্বরে লকেট চট্টোপাধ্য়ায়কে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসা হুগলির বিজেপি প্রার্থীর। ঘটনার প্রতিবাদে ভদ্রেশ্বর বাজারের গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান লকেট। পুলিশ দাবি করেছে, অনুমতি ছাড়া বাইক মিছিলের কথা ছিল, তাই বাধা দেওয়া হয়েছে। যদিও বাইক মিছিলের কোনও কর্মসূচিই ছিল না বলে পাল্টা দাবি করেছেন লকেট।


ঘটনা প্রসঙ্গে লকেট বলেন, "শ্রমিকদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তাঁরা বলেছিলেন তাঁদের সমস্যার কথা। আমরা পার্সোনালি কথা বলতে আসছিলাম। কিন্তু, ভদ্রেশ্বরে জ্যোতির্ময়ের কিছুটা আগে আমাদের আটকে দেওয়া হল। সেখানে বলা হচ্ছে, আমরা বাইক মিছিল করতে যাচ্ছি। আমরা বাইক মিছিলের জন্য কোনও অনুমতি নিইনি। আমরা বলিইনি। পুলিশ কী করে ভেবে নিচ্ছে আমরা বাইক মিছিল করছি। আজকে দেখলাম, যাঁরা জুটমিল শ্রমিকদের সমর্থন করতে এসেছেন, তাঁদের বাইকগুলো পুলিশ বাজেয়াপ্ত করেছে। চাবি নিয়ে নিয়েছে। এক হাজার, দুই হাজার টাকার চালান কেটেছে। এত ভয় কীসের ? আমরা মিলকর্মীদের সঙ্গে কথা বলব। মিল যাতে খোলে তার জন্য আমরা আন্দোলন করব। যে পুলিশরা এসব করছে, তারা চায় না মিল খুলুক।"


লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি হুগলিতে ফের বিজেপি-র অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। যার বহিঃপ্রকাশ দেখা গেছে চন্দননগরে। (Lok Sabha Elections 2024) সেখানে বিজেপি-র প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরোধিতা করে পোস্টার টাঙানো হয়। কে বা কারা ওই পোস্টার টাঙান, তা যদিও জানা যায়নি, তবে পোস্টার যাঁরা টাঙিয়েছেন, নিজেদের  বিক্ষুব্ধ মণ্ডল সভাপতি বলে দাবি করেছেন তাঁরা। পোস্টারে লকেটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। (Locket Chatterjee) বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। 


হুগলির চন্দননগরের একাধিক জায়গায় লকেটের বিরোধিতায় ওই পোস্টার চোখে পড়ে। পোস্টারে বলা হয়, গত পাঁচ বছর এলাকায় আসেনইনি হুগলির সাংসদ লকেট। শুধু তাই নয়, এবার নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে লকেট উল্টে মণ্ডল সভাপতিদেরই শাসাচ্ছেন, নির্বাচন মিটলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগও তোলা হয়েছে পোস্টারে। (Hooghly News)


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে