হুগলি: শ্রীরামপুরে ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ দিল্লি রোড। টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। পুলিশের গার্ড রেল ভেঙে দেন বিক্ষোভকারীরা।
মহিলার মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টা নাগাদ শ্রীরামপুরে পিয়ারাপুর পুলিশ ফাঁড়ির সামনেই সাইকেল আরোহী পুষ্পা সাঁতরাকে পিষে দেয় পণ্যবাহী ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৫৬-র মহিলার।ডাম্পার চালক পলাতক। পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটায়, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় দিল্লি রোড অবরোধ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছ র্যাফ, রয়েছে শ্রীরামপুর থানার পুলিশও।
কলকাতা থেকে জেলা, পথদুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। প্রায় প্রতিদিনই সামনে আসছে দুর্ঘটনায় কোনও না কোনও মৃত্য়ুর খবর। আর তা নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসনের যান-শাসন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ডিউটি সেরে ফেরার পথে, জলপাইগুড়ির ধূপগুড়িতে পুলিশ ভ্যানের সঙ্গে কন্যাযাত্রীদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আহত ৮ জন কন্যাযাত্রী। গতকাল রাত ১১টা নাগাদ ময়নাগুড়ির সাপটিবাড়ি থেকে বৌভাতের অনুষ্ঠান শেষে গাড়ি করে ধূপগুড়িতে ফিরছিলেন ৮ জন। জলঢাকা সেতুর ওপর উল্টোদিক আসা পুলিশ ভ্যান কন্যাযাত্রীদের গাড়িকে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ি উঠে পথে ফুটপাতে। আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনকয়েক আগে রাতের শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মৃত্য়ু হয় ২ বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, ২ জনই কিশোর। বয়স ১৫-১৬-র মধ্য়ে। বাড়ি খিদিরপুরে। ২ জনই এ বছর মাধ্য়মিক দিয়েছে। কারও মাথাতেই হেলমেট ছিল না। লাইসেন্স ছাড়াই রাতের শহরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল তারা। পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ, আলিপুরের উত্তীর্ণর কাছে বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তাতেই ছিটকে পড়ে ২ কিশোর। তাদের আশঙ্কাজনক অবস্থায় SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। পরে তাঁকে আটক করে হেস্টিংস থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিকেও।
আরও পড়ুন: Headache: মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?