সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কিনলেই মিলবে ডিসকাউন্ট। মিলবে উপরি গিফট। চুঁচুড়া মাঠে স্টল দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে আজ থেকে শুরু হল চুঁচুড়া বিধানসভা উৎসব।সেই উৎসবে শাড়ি ও বিউটি প্রডাক্টের স্টল দিলেন রচনা।বললেন, 'যারা কিনবে তারাই ১০ শতাংশ ছাড় পাবেন।এছাড়াও বেশি কেনাকাটার উপর মিলবে আকর্ষণীয় ছাড়,শাড়ি ফ্রি দেওয়া হবে।'
রচনা ক্রিয়েশান নামে বুটিক শাড়ির ব্যবসা রয়েছে সাংসদের। রচনা কেয়ার নামে বিউটি প্রডাক্টের ব্যবসাও রয়েছে।যা নিয়ে আগামী দিনে স্থায়ী দোকান করার ভাবনা রয়েছে বলে জানান সাংসদ।মেয়েদের শিক্ষিত হবার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর কথা বলেন রচনা। হুগলি সাংসদ আরও বলেন,'এই কথা আমি দিদি নম্বর ওয়ানে সব সময় বলি।' বিধায়ক অসিত মজুমদার তাঁকে বলেছিলেন একটা স্টল দিতে।তাই তিনি স্টল দিয়েছেন।উৎসব চলবে বারো দিন।বিক্রিবাট্টা ভালোই হবে আশা করছেন।
রাজনৈতিক জীবনে পা দেওয়ার আগে থেকেই জনপ্রিয় রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘসময় টলিপাড়ায় বড়পর্দায় অভিনয়ের পর, নামে ছোট পর্দার রিয়েলিটি শোতেও। দিদি নাম্বার ওয়ান করে, তার পরিচিতি জেলায় জেলায় ছড়িয়ে পড়ে। ধারাবাহিক সাফলের শেষেই আসে সাংসদ প্রার্থী হিসেবে প্রস্তাব। ভোটের আগেই নানাকথা বলে, ভাইরাল হন তিনি। বলাইবাহুল্য দীর্ঘদিনের টলিপাড়ার সহকর্মী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে , জয়ী হন রচনা।
সম্প্রতি বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনে মেতেছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর অনুষ্ঠান সেরে বের হবার পথেই সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে হুগলির সাংসদ। সেখানে কার্তিক পুজো থেকে ট্যাব কেলেঙ্কারি কিছুই গিয়েছিল না বাদ। আপনার বাড়িতে কি কার্তিক পুজো হয় ? 'আমার বাড়িতে কার্তিক আছে। কিন্তু সে কার্তিক পুজো করার মতো নয়। সে নিজের পুজো নিজেই ব্যবস্থা করে নেবে।' সাংবাদিকের প্রশ্নে এমনই খোলামেলা উত্তর দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবং আরও জানালেন আমার বাড়িতে কোনদিনও কার্তিক ঠাকুর পড়েনি। '
আরও পড়ুন, CBI-এ অনাস্থা , হাইকোর্টের দ্বারস্থ BJP কর্মী অভিজিতের দাদা, 'সঠিক তদন্ত করছে না...'!
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্যাব কেলেঙ্কারি নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই ধরণের ঘটনা কেন ঘটছে , কেন ছাত্রদের টাকা ঢোকেনি , সেটা দেখতে হবে। এবং তার বিহিত করতে হবে। টাকা যে অন্য অ্যাক্যাউন্টে গেছে সেটা নিশ্চয়ই ভুলবশত কিছু হয়েছে। জেনে বুঝে নিশ্চয় হয়নি।