সোমনাথ মিত্র, হুগলি: গঙ্গার পাড় থেকে বেআইনিভাবে মাটি কেটে, তা পাচার! এই অভিযোগ নতুন নয়। কিন্তু, তৃণমূল নেতাদের (TMC Leader) মদতেই এই পাচারের রমরমা বলে অভিযোগ তুলে হুগলির বলাগড়ে আসাম রোডে পথ অবরোধ করল বিজেপি। (BJP) আটকে রাখা হয় মাটি বোঝাই ডাম্পার। পুলিশ গিয়ে গাড়িগুলি বাজেয়াপ্ত করে। যদিও এ নিয়ে এখনও তৃণমূলের (TMC) কোনও বক্তব্য় পাওয়া যায়নি।


পঞ্চায়েত ভোটের আগে মাটি পাচারের অভিযোগ তুলে তৃণমূলকে (tmc) নিশানা বিজেপির। হুগলির বলাগড়ে অসম রোডের ওপর মাটি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির। তাদের অভিযোগ, মাটি মাফিয়ার মাথায় হাত রয়েছে জেলার যুব তৃণমূল সভানেত্রীর। অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে শাসক শিবির। কোথাও মাটি, কোথাও আবার বালি, রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় পাচারকারীরা। সোনারপুর, শিলিগুড়ি, হাড়োয়া, দেগঙ্গার পর মাটি মাফিয়ার দৌরাত্ম্যের অভিযোগ হুগলির বলাগড়ে। 


রাজ্যের শাসকদলের নেতাদের মদতে, গঙ্গার পাড়ে, পোর্ট ট্রাস্টের এলাকা থেকে মাটি কেটে দিনের পর দিন পাচার হচ্ছে। এই অভিযোগ তুলে ডুমুরদহ বাসস্ট্যান্ডের কাছে একাধিক মাটি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা। এদিন সকাল ৬টা থেকে অসম রোড অবরোধ করেন তাঁরা।


পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয় বচসা। একঘণ্টা ধরে টানাপোড়েন চলার পর অবরোধ ওঠে। মাটি পাচার নিয়ে নাম করে তৃণমূলের একাংশকে নিশানা করেছে বিজেপি। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ, বলাগড়ে গঙ্গার ধারে পোর্ট ট্রাস্টের জায়গা থেকে মাটি কেটে মাটি মাফিয়া ব্যবসা চালাচ্ছে। পরোক্ষ ভাবে যাদের নেতৃত্বে এই কাজ হয়, রাম তৃণমূলের নেতা, ফিরোজ তৃণমূলের নেতা, যাদের মাথায় হাত রয়েছে রুনা খাতুন, যে তৃণমূলের হুগলির যুব সভাপতি এবং তার বর অরিজিৎ, এরা সকলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে।


অভিযোগ উড়িয়ে যুব তৃণমূলের সাংগঠনিক জেলা সভানেত্রীর বক্তব্য, সস্তার রাজনীতি করে নিজের পরিচিতি বাড়াতে বিজেপি নেতা (BJP Leader) সুরেশ সাউ তাঁর নাম নিয়েছেন। বলাগড়ে বিজেপির মণ্ডল সভাপতির ইটভাটা আছে। তিনি মাটি কাটার সঙ্গে যুক্ত। এটা সমপূর্ণভাবে বিজেপির নিজেদের ভাগাভাগির ব্যাপার। তা ধামাচাপা দিতে তৃণমূলের (TMC) নাম ব্যবহার করা হচ্ছে। বলাগড় থানা সূত্রে খবর, ৪টি মাটি বোঝাই ডাম্পার আটক করা হয়েছে।