কামারপুকুর : কামারপুকুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। কলেজ চত্বরেই ইটবৃষ্টি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিকে হামলা ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে।তৃণমূল কর্মাধ্যক্ষর নির্দেশেই বিজেপি-আইএসএফ হামলা চালিয়েছে বলে অভিযোগ টিএমসিপি-র ইউনিট সেক্রেটারির।


কামারপুকুর কলেজের ইউনিট সেক্রেটারি মিজানুর খান বলেন, "আমরা গ্রাউন্ডে বসেছিলাম। হঠাৎ কিছু বহিরাগত দুষ্কৃতী , বিজেপি ও আইএসএফ গুন্ডাবাহিনীকে ভাড়া করে নিয়ে এসে আমাদের রানিং স্টুডেন্টদের উপর হাত দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদকে হালকা করার জন্য এই অবস্থা করেছে। মারধর করা হয়েছে। আমাদের কিছু ছেলেকে হাসপাতাল পাঠানো হয়েছে। এটা পুরো কামারপুকুর অঞ্চলের প্রধান এবং কামারপুকুর অঞ্চলের কৃষি কর্মাধ্যক্ষের নেতৃত্বে এটা হয়েছে।" 


গত বছর অগাস্ট মাসে র‍্যাগিংয়ের অভিযোগে (Ragging Allegation) দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে (Dinabandhu Andrews College) সংঘর্ষে জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। যা গড়ায় রীতিমতো হাতাহাতি, রক্তারক্তিতে। যার পরে কলেজের সামনে রাস্তাও অবরোধ করে দু-পক্ষ। কলেজের অধ্যক্ষ জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।


যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের জুট অ্য়ান্ড ফাইবার টেকনোলজি বিভাগের পর দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। ফের ওঠে র‍্যাগিংয়ের অভিযোগ। আর তা নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের (TMCP Inner Clash) দুই গোষ্ঠী। অধ্যক্ষের ঘরের সামনেই TMCP-র দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০ জন জখম হন। 


কলেজের সংঘর্ষ এসে পৌঁছয় রাস্তাতেও। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রাজা এসসি মল্লিক রোড (Raja SC Mullick Road)। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের ঘরের সামনে কথা কাটকাটি হয় TMCP-র দুই গোষ্ঠীর। যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে দেবার্ক মজুমদারের অনুগামী অন্যদিকে রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত দাসের ছেলে সিনু দাস এবং তাঁর সঙ্গীদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।


তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং তাঁর সঙ্গীদের অভিযোগ, কলেজে র‍্যাগিং করেন প্রাক্তনী দেবার্কর অনুগামীরা। অভিযোগ, বি কম থার্ড ইয়ারের এক পড়ুয়াকে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকিও দেয় তারা। এনিয়েই সংঘর্ষে জড়ায় দু-পক্ষ। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের টিএমসিপি ইউনিট সভাপতি অরিজিৎ ভট্টাচার্য বলেন, 'দু-পক্ষই তৃণমূল করি, ওরা আমাদের র‍্যাগিং করেছে, ওর বাবা বিধায়ক। ক্ষমতা দেখিয়ে এসব করছে। কলেজ কর্তৃপক্ষ নিরুত্তর।' পাল্টা অভিযোগ অস্বীকার করে যাদবপুরের তৃণমূল বিধায়কের ছেলে দেবার্ক মজুমদার বলেন, 'আমি এই কলেজ থেকে পাসআউট, আমি এই কলেজে আসি না। ইউনিয়নের সঙ্গে জড়িত নই। আমার কোনও অনুগামী নেই।'