সৌরভ বন্দ্যোপাধ্যায়, তারকেশ্বর (হুগলি) : নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধ দোকানে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী একটি বাস। ঘটনায় চালক-সহ আহত কুড়ি জন বাসযাত্রী। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। আজ সন্ধ্যায় তারকেশ্বরের (Tarakeshwar) রাম নারায়ণপুর এলাকায় দুর্ঘটনাটি (Accident) ঘটে। এদিকে দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
কীভাবে দুর্ঘটনা ?
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি তারকেশ্বর থেকে বাঁকুড়ার কোতলপুর যাচ্ছিল। প্রচণ্ড গতিতে যাচ্ছিল। আচমকা তারকেশ্বরের নারায়ণপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বন্ধ দোকানে ধাক্কা মেরে উল্টে যায়। এর জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় সামনের দিক কেটে চালককে উদ্ধার করে পুলিশ। বাসটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে একটি ক্রেনও আনা হয় ।
আরও পড়ুন ; টিউশন থেকে আর বাড়ি ফেরা হল না, ওন্দায় মৃত্যু ছাত্রীর, ঘাতক ফের লরি
প্রসঙ্গত, গতকাল বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ছাত্রীর। আহত হয় আরও এক ছাত্রী। বাঁকুড়ার (Bankura) ওন্দায় (Onda) লরির ধাক্কায় মৃত্যু হয় ছাত্রীর।
ঠিক কী হয়েছিল?
শনিবার সকালে ওন্দা থেকে টিউশন করে ভেদুয়াশোল বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পেরোচ্ছিল ২ ছাত্রী। সেই সময়ই আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে এক ছাত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই ছাত্রীর। কিন্তু গুরুতর আহত হয় আরও একজন।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম রেখা চট্টোপাধ্যায়। সে দ্বাদশ শ্রেণিতে পড়ত। আহত ছাত্রীর নাম সঙ্গীতা বাউরি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুলিশ লরিটিকে আটক করে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষজন এই ঘটনায় ক্ষোভ উগরে দেন। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।