সোমনাথ দাস, হুগলি:  গতকাল রাতে বাড়ি ফেরেননি এক যুবক। আজ একটি কালভার্টের নিচে পাওয়া গেল ওই যুবকের মৃতদেহ। কীভাবে এবং কী কারণে ওই যুবকের মৃত্যু হল , তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


এদিন রাস্তার  ধারে খাল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যত ছড়াল হুগলি জেলার ধনিয়াখালির বেলমুড়ি এলাকায়। মৃতের পরিচয়ও জানা গিয়েছে।  পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম প্রদীপ বাউল দাস। বয়স ২৮ বছর। খবর পেয়ে  ধনিয়াখালি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এখন  কী কারনে যুবকের মৃত্যুর হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


 পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবক প্রদীপ বাউল দাস পেশায় টোটো চালক।  প্রদীপ গতকাল রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয় বাসিন্দাদের থেকে তাঁরা জানতে পারেন চুঁচুড়া হরিপাল রুটে বেলমুড়ি এলাকায় একটি কালভার্টের নিচে এক যুবকের দেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে ছুটে যান।  পরিবারে লোকজন ঘটনাস্থলে গিয়ে যুবককে সনাক্ত করেন। নীল জিন্স প্যান্ট, নীল জামা পরিহিত অবস্থায় খালের উপর মুখ থুবড়ে পড়েছিল ওই যুবকের দেহ। তবে কী কারনে যুবকের মৃত্যু হল, কোনও কারণে পড়ে গিয়ে আঘাত লেগে মৃত্যু হয়েছে কিনা, বা  এর পিছনে অন্য কোন রহস্য  রয়েছে কি না,  তা তদন্ত করে দেখছে পুলিশ। 


মৃতের দিদি পুতুল বাউল দাস বলেন, কীভাবে মৃত্যু হল তা জানি না। তবে  স্থানীয় একজনের থেকে প্রদীপ কিছু টাকা ধার নিয়েছিল। সেটা নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে  মনোমালিন্য  চলছিল। স্থানীয় এক বাসিন্দা কান্ত বাউল দাস জানান, ছেলেটি খুব ভালো ছিল। ওখানে কীভাবে পড়ে রইল , কীভাবে মৃত্যু হল , তা তদন্ত করে দেখা উচিত।


ঘটনায় অস্বাভাবিক মৃত্যুন মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যু র কারণ স্পষ্ট হবে পুলিশ সূত্রে জানানো হয়েছে ।