সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিষড়া: হুগলির (Hooghly) রিষড়ায় (Rishra) ওয়েলিংটন জুটমিলে তাণ্ডব। আধিকারিকদের আবাসনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
প্রায় একবছর বন্ধ ছিল রিষড়ার ওয়েলিংটন জুটমিল (Wellington Jute Mill)। শ্রমিকদের অভিযোগ, কিছুদিন আগে মিল চালু হলেও, তাঁদের সবাইকে কাজে নেওয়া হচ্ছে না। এতেই ক্ষিপ্ত হয়ে আজ সকালে জুটমিলের অফিসার্স আবাসনে ভাঙচুর চালান শ্রমিকরা। ভেঙে দেওয়া হয় আবাসনের জলের পাইপ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় শ্রীরামপুর থানার পুলিশ (Sreerampore Police Station)। জুটমিল কর্তৃপক্ষ জানিয়েছে, মিল চালু হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। কিন্তু এই ঘটনা নিরাপত্তা (Security) নিয়ে প্রশ্ন তুলে দিল।
এদিকে হুগলির (Hooghly) উত্তরপাড়ায় (Uttarpara) মোটর বাইক দুর্ঘটনায় (Bike Accident) এক যুবকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে কালীপুজোর রাতে। মৃতের বন্ধু ও পাড়া প্রতিবেশীরা হাসপাতালে চড়াও হয় বলে অভিযোগ। জানা যায়, সেখান থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিলে ভাঙচুর করা হয় একটি টিএমের কিয়স্ক ও কয়েকটি দোকান। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে উত্তরপাড়ার স্টেশন রোডে (Uttarpara Station Road)।
পুলিশ সূত্রে খবর, দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক মোটরবাইক আরোহী। তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Uttarpara State General Hospital) নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃতের বন্ধু ও প্রতিবেশীরা অভিযোগ করেন, দুর্ঘটনায় নয়, পিটিয়ে খুন করা হয়েছে যুবককে। এই অভিযোগে তাঁরা হাসপাতালে ভাঙচুর চালান। উত্তরপাড়া থানার (Uttarpara Police Station) পুলিশ গিয়ে তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় বলে অভিযোগ। এরপরই বাইরে ভাঙচুরের ঘটনা ঘটে। হামলা ও ভাঙচুরের অভিযোগে গতকালই পুলিশ ৫ জনকে আটক করে।