সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র, হুগলি: যুব তৃণমূল নেতার (Yuva Trinamool Leader) বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানির (Molestation) অভিযোগ হুগলির পান্ডুয়ায়। রাস্তা থেকে গাড়িতে তুলে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। (TMC Leader Arrested)
১৯ বছরের এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত তৃণমূল যুব নেতা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হুগলির পাণ্ডুয়ায়। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে পাণ্ডুয়ার জয়পুরের জিটি রোডে ওই তরুণীকে জোর করে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ, ক্ষীরকুন্ডি নিয়ালা এলাকার তৃণমূল যুব সভাপতি শেখ মোমিন হোসেন গাড়িতে ওই তরুণীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে পাণ্ডুয়া থানার পুলিশ তরুণীকে উদ্ধার করে।
শেখ মোমিন হোসেনের বিরুদ্ধে পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অভিযুক্ত শেখ মোমিন হোসেন বলছেন, আমি তৃণমূল কংগ্রেস করি। আমাকে ফাঁসাবার চক্করে। আমজাদ আছে, পার্থ মেমন, আমাদের গ্রামের ফকির। রাজা, শুকুর এবং নির্দল ভোলা চক্রান্ত করছে আমাকে বদনাম দেওয়ার জন্য়।
সিপিএম নেতা আমজাদ হোসেন এ প্রসঙ্গে বলছেন, আমার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের যা কালচার তারা এখন বাঁচার জন্য় এসব বলছে। তৃণমূল কংগ্রেস তাদের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পার্কস্টিট থেকে কামদুনি যেখানে মা-বোনেদের প্রাণ যায় তিনি বলেন ছোট ঘটনা। মুখ্যমন্ত্রী যদি এরকম বলেন তাহলে তৃণমূল দুষকৃতীরা এতদিন এইসব কাজ করছিল। এখন দুষকৃতীরা তৃণমূলের অঞ্চল সভাপতি হয়ে গেছে।
ঘটনার পরই অভিযুক্তর থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেছেন স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি। পাণ্ডুয়া ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় ঘোষের কথায়, অন্য়া করলে অন্য়ায়। সঞ্জয় ঘোষ যারা নোংরা কাজ করে তাদের পাশে দাঁড়ায় না। অন্য়া যদি করে প্রশাসন আছে প্রশাসন তদন্ত করে ব্য়বস্থা নেবে। যুবর সভাপতি ছিল। অনেক দিন আগেই ওনাকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছি। অভিযুক্ত শেখ মোমিন হোসেনের গাড়িটিকেও আটক করেছে পুলিশ।
আরও পড়ুন- মর্মান্তিক! বন্ধ ঘরে চেয়ার থেকে উদ্ধার ছেলের পচাগলা দেহ, পাশের ঘরে শুয়ে অসুস্থ মা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন