হুগলি: পঞ্চায়েতের বোর্ড গঠন (Panchayat Board) ঘিরে রাজ্যের জেলায় জেলায় অশান্তি। এবার হুগলি জেলা (Hooghly Violence)।  পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তুলকালাম হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরায়। ওই এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বোমাবাজি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। আহত এএসপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ (Police)।  আইএসএফের (ISF) বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)।


প্রসঙ্গত, আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গে এর আগে একাধিক ইস্যুতে এর আগে শাসকদলের বিরোধিতা প্রকাশ্যে এসেছে। সে ভাঙড়কাণ্ডই হোক, কিংবা  পঞ্চায়েত ভোট। আইএসএফ এবং তৃণমূলের মধ্য়ে একাধিকবার বচসা সামনে এসেছে। ভোটের আগেও উত্তেজনা ছড়িয়েছিল। যার আঁচ পড়েছিল কলকাতায়। এবং সেসময় গ্রেফতার করা হয়েছিল নৌশাদকে। এরপর কিছু দিনের মধ্য়েই আসে বহু প্রতিক্ষীত পঞ্চায়েত ভোট। আর সেই ভোট ঘিরেও তোলপাড় হয় একাধিক জেলা। যার মধ্য়ে অন্যতম ছিল দক্ষিণ ২৪ পরগনা। তবে এই মুহূর্তে পঞ্চায়েত ভোট মিটলেও হিংসা শেষ হয়নি। আর এই মুহূর্তে হিংসার অন্যতম কারণ হল পঞ্চায়েতের বোর্ড গঠন। 


অপরদিকে, বোর্ড গঠনের আগে অশান্ত কোচবিহারও। কোথাও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ। আবার কোথাও বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। মনোনয়ম পর্ব থেকে যে অশান্তির শুরু, বোর্ড গঠনের আগে এসেও সেই ট্র্যাডিশন সমানে চলেছে।কোথাও তৃণমূল পার্টি অফিসে আগুন, কোথায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর। অন্যান্য জেলার পাশাপাশি, বোর্ড গঠনের আগে উত্তেজনা কোচবিহারেও।বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থল মাথাভাঙা ২ নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূলের অভিযোগ মঙ্গলবার রাতে পার্টি অফিসের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।


আরও পড়ুন, TMC-র পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে BJP-র সার্টিফিকেট খেয়ে ফেলার অভিযোগ!


ঘটনার প্রতিবাদে গত বুধবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৩। তৃণমূল পায় ৯ টি এবং বিজেপি দখল করেছে ১৪ টি আসন। আগামী ১১ তারিখ এখানে বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। অন্যদিকে, অশান্তির ছবি দিনহাটার গ্রাম পঞ্চায়েত এলাকাতে। বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তছনছ গোটা বাড়ি। ভাঙচুর করা হয়েছে রান্নাঘরেও। দিনহাটা দুই নম্বর ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের লাঙ্গুলিয়া ঘাটপাড়ের বাসিন্দা বিজেপি নেতা অনিমেষ বর্মন। তাঁর অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। পরিবারের সদস্যদের দেওয়ার গুলি করার হুমকিও দেওয়ার অভিযোগ।